JEE Advanced Results 2020 Date: সোমবার জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষার ফলপ্রকাশ, কীভাবে অনলাইনে জানবেন রেজাল্ট?

৫ অক্টোবর সোমবার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লি (IIT Delhi) তাদের ওয়েবসাইটে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড (Joint Entrance Examination Advanced) পরীক্ষার ফলাফল ঘোষণা করবে। ফলাফল ঘোষণার পরে, জেইই অ্যাডভান্সড ২০২০ পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা অনলাইনে তাদের ফলাফল চেক করতে পারবেন। jeeadv.ac.in এই ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখা যাবে।

প্রতীকী ছবি(Photo Credit- Pixabay)

নতুন দিল্লি, ১ অক্টোবর: ৫ অক্টোবর সোমবার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লি (IIT Delhi) তাদের ওয়েবসাইটে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড (Joint Entrance Examination Advanced) পরীক্ষার ফলাফল ঘোষণা করবে। ফলাফল ঘোষণার পরে, জেইই অ্যাডভান্সড ২০২০ পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা অনলাইনে তাদের ফলাফল চেক করতে পারবেন। jeeadv.ac.in এই ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখা যাবে।

জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষার যোগ্যতা অর্জনের পরে মোট ১ লাখ ৬০ হাজার পরীক্ষার্থী জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষার জন্য রেজিস্টার করেছেন। যার মধ্যে ৯৬ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা ২২ সেপ্টেম্বর নেওয়া হয়েছিল। সকাল ৯টা থেকে বেলা ১২টা এবং দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে পাঁচটা, এই দুটি স্লটে এই পরীক্ষা নেওয়া হয়। জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে দেশের ২৩টি আইআইটিতে ভর্তি প্রক্রিয়া শুরু হবে।

দিল্লি আইআইটি জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষার সম্ভাব্য উত্তরপত্র প্রকাশ করেছে অনলাইনে। যদি কোনও উত্তর পরীক্ষার্থীদের ভুল বলে মনে হয়, তা হলে তাঁরা সে বিষয়ে অনলাইনেই আবেদন করতে পারবেন। এই আবেদন করার সময়সীমা শেষ হয়েছে ১ অক্টোবর অর্থাৎ আজ বেলা ১২ টায়।

কীভাবে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষার ফলাফল চেক করবেন: