IPL Auction 2025 Live

Pinarayi Vijayan: বেআইনি লেনদেনের অভিযোগ, কেরলের মুখ্যমন্ত্রীর কন্যা বীণা বিজয়নের বিরুদ্ধে মামলা ইডির

রিপোর্টে প্রকাশ, কোচিন মিনারেলস নামে একটি সংস্থার কাছ থেকে পিনরাই বিজয়নের কন্যা ১.৭২ কোটি টাকা নিয়েছেন বলে অভিযোগ। ২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যে কোচিন মিনারেলস নামে এই কোম্পানি বীণার তথ্য প্রযুক্তি সংস্থায় বেআইনিভাবে ১.৭২ কোটি টাকা দেয় বলে অভিযোগ।

Pinarayi Vijayan (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ২৭ মার্চ: কেরলের মুখ্যমন্ত্রীর কন্যা বীণা বিজয়নের (Venna Vijayan) বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নের ( Pinarayi Vijayan) কন্যা বীণা এবং তাঁর তথ্য প্রযুক্তি সংস্থার বেশ কয়েকজনের বিরুদ্ধে দায়ের করা হয় আর্থিক তছরুপের অভিযোগ। বীণার বিরুদ্ধে বেআইনিভাবে ১.৭২ কোটি টাকা নেওয়ার অভিযোগ ওঠে  সম্প্রতি। সেই অভিযোগের জেরেই  এবার লোকসভা নির্বাচনের আগে বীণার বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ED) নতুন করে মামলা দায়ের করে বলে খবর।

রিপোর্টে প্রকাশ, কোচিন মিনারেলস নামে একটি সংস্থার কাছ থেকে পিনরাই বিজয়নের কন্যা ১.৭২ কোটি টাকা নিয়েছেন বলে অভিযোগ। ২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যে কোচিন মিনারেলস নামে  এই কোম্পানি বীণার তথ্য প্রযুক্তি সংস্থায় বেআইনিভাবে ১.৭২ কোটি টাকা দেয় বলে অভিযোগ। এত টাকার বিনিময়ে বীণার কোম্পানি এক্সোলজিক সলিউশন কোনও কাজ কোচিন মিনারেলসের জন্য করেনি বলে অভিযোগ। যার জেরেই এবার পিনরাই বিজয়নের মেয়ের সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে।