Earthquake in Meghalaya: ভূমিকম্পে কেঁপে উঠল মেঘালয়ের তুরা অঞ্চল, কম্পনের মাত্রা ৩.৯
রবিবার দুপুরে কেঁপে উঠল মেঘালয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৯। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে ভূমিকম্পের উৎসস্থল মেঘালয়ের তুরা এলাকায়। বেলা ১২ টা ২৪ মিনিটে কম্পন অনুভূত হয়। তবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মেঘালয়ের সবথেকে বড় শর তুরা। এটি উত্তরপূর্বের একটি পাহাড়ি অঞ্চল। পশ্চিম গারো হিল জেলায় অবস্থিত।
শিলং, ২৮ জুন: রবিবার দুপুরে কেঁপে উঠল মেঘালয় (Meghalaya)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৯। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে ভূমিকম্পের (Earthquake) উৎসস্থল মেঘালয়ের তুরা এলাকায়। বেলা ১২ টা ২৪ মিনিটে কম্পন অনুভূত হয়। তবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মেঘালয়ের সবথেকে বড় শর তুরা। এটি উত্তরপূর্বের একটি পাহাড়ি অঞ্চল। পশ্চিম গারো হিল জেলায় অবস্থিত।
সিসমোলোজিস্টদের মতে, উত্তর-পূর্বের রাজ্যগুলি ভূমিকম্পপ্রবণ। গত সপ্তাহে নাগাল্যান্ড , মিজোরাম, অসম, ত্রিপুরাতে ভুমিকম্প হয়। তবে কম্পনের মাত্রা তীব্র ছিল না। এর আগে ২৭ জুন জম্মু ও কাশ্মীরে হানলে (Hanle) থেকে ৩৩২ কিমি উত্তর-পূর্বে ভূমিকম্প হয়। তবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গতকাল ভূমিকম্প হয় লাদাখে। উৎসস্থল কারগিল। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৫। কারগিল থেকে ২০০ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎসস্থল। রাত ৮টা ১৫ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। আরও পড়ুন, 'যারা লাদাখে আমাদের এলাকার দিকে চোখ তুলেছিল তারা উপযুক্ত জবাব পেয়েছে', বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
২৫ জুন ত্রিপুরায় ভূমিকম্প হয়। ধর্মনগরের উত্তর-পূর্বে ৬৩ কিলোমিটার দূরে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ২.৮। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, দুপুর ৩টে ৪৮ মিনিটে ভূমিকম্প হয়। ক্ষয়ক্ষতির খবর নেই। বুধবার হরিয়ানার রোহতকে হালকা ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ২.৮ বলে জানায় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।