Bihar Shocker: গাড়িতে মশার ধূপ জ্বালিয়ে ঘুমতে গিয়ে মরণঘুমে চালক, মর্মান্তিক ভিডিয়ো

গাড়ির মধ্যে মশার ধূপ জ্বালিয়ে ঘুমতে গেছিলেন। বুঝতে পারেননি এটাই শেষ ঘুম হবে। এমন মর্মান্তিক ঘটনাই ঘটেছে পশ্চিমবঙ্গের বর্ধমানের বাসিন্দা কিষাণ লোহারের সঙ্গে।

প্রতীকী ছবি

জামুই: গাড়ির (Car) মধ্যে মশার ধূপ (Mosquito Coil) জ্বালিয়ে (Lighting) ঘুমতে (Sleep) গেছিলেন। বুঝতে পারেননি এটাই শেষ ঘুম হবে। এমন মর্মান্তিক ঘটনাই ঘটেছে পশ্চিমবঙ্গের (West Bengal) বর্ধমানের (Bardhaman) বাসিন্দা কিষাণ লোহারের (Kishan Lohar) সঙ্গে।

পেশায় গাড়িচালক (Car Driver) কিষাণ একজন লোককে বিহারের (Bihar) জামুইয়ে (Jamui) নিয়ে এসেছিলেন সপ্তাহখানেক আগে। যাত্রীটি জামুইয়ের একটি হোটেলে থাকলেও কিষাণ বাইরে গাড়ির মধ্যে থাকছিলেন। রাতে ঘুমোনোর সময় প্রতিদিন গাড়ির মধ্যে মশার ধূপ জ্বালাতেন তিনি। শনিবার রাতেও অন্যান্য দিনের মতো কাজকর্ম সেরে খাবার খেয়ে গাড়ির মধ্যে মশার ধূপ জ্বালিয়ে ঘুমিয়ে ছিলেন কিষাণ। আর সেটাই কাল হল। গাড়ির মধ্যেই শ্বাসরুদ্ধ (Suffocation) হয়ে মৃত্যু (death) হল তাঁর।

রবিবার সকালে গাড়ির বাইরে থেকে বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

এপ্রসঙ্গে তদন্তকারী পুলিশ আধিকারিক জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে মশার ধূপের কারণে গাড়ির চালক শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। তবে ময়নাতদন্তের পরেই সেটা পরিষ্কার বোঝা যাবে।