Fuel Prices Today: রাজধানীতে পেট্রোলকে পিছনে ফেলে এগিয়ে ডিজেল, ২০ দিনেও ফের অগ্নিমূল্য জ্বালানি তেল

ফের বাড়ল জ্বালানি তেলের দাম। শুক্রবার নিয়ে টানা ২০ দিন ধরে ক্রমাগত বেড়েই চলেছে পেট্রোল ও ডিজেলের দাম (Diesel price)। প্রতিনিয়ত ডিজেলের দাম দেশে পেট্রোলের থেকে বেশি বেড়েই চলেছে। রাজধানীতে ডিজেলের মূল্য প্রতি লিটার ৮০ টাকা ছাড়িয়ে গেল। দিল্লিতে আরও ১৭ পয়সা বেড়ে যাওয়ায় এখন লিটার প্রতি ডিজেলের মূল্য হয়েছে ৮০ টাকা ১৯ পয়সা। দিল্লিতে পেট্রোলে ফের লিটার প্রতি ২১ পয়সা করে অতিরিক্ত দাম বাড়ায় এখন তা কিনতে হচ্ছে ৮০ টাকা ১৩ পয়সা লিটারে। আগে বৃহস্পতিবার প্রথম দেশে ডিজেল দামের নিরিখে পেট্রোলকে টপকে যায়। এই মুহূর্তে দেশের সবথেকে দামি জ্বালানি তেল হল ডিজেল।

পেট্রোলের মূল্য (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৬ জুন: ফের বাড়ল জ্বালানি তেলের দাম। শুক্রবার নিয়ে টানা ২০ দিন ধরে ক্রমাগত বেড়েই চলেছে পেট্রোল ও ডিজেলের দাম (Diesel price)। প্রতিনিয়ত ডিজেলের দাম দেশে পেট্রোলের থেকে বেশি বেড়েই চলেছে। রাজধানীতে ডিজেলের মূল্য প্রতি লিটার ৮০ টাকা ছাড়িয়ে গেল। দিল্লিতে আরও ১৭ পয়সা বেড়ে যাওয়ায় এখন লিটার প্রতি ডিজেলের মূল্য হয়েছে ৮০ টাকা ১৯ পয়সা। দিল্লিতে পেট্রোলে ফের লিটার প্রতি ২১ পয়সা করে অতিরিক্ত দাম বাড়ায় এখন তা কিনতে হচ্ছে ৮০ টাকা ১৩ পয়সা লিটারে। আগে বৃহস্পতিবার প্রথম দেশে ডিজেল দামের নিরিখে পেট্রোলকে টপকে যায়। এই মুহূর্তে দেশের সবথেকে দামি জ্বালানি তেল হল ডিজেল।

দিল্লি ছাড়াও দেশের অন্যান্য শহরগুলিতেও পেট্রোল ও ডিজেলের মূল্য ক্রমাগত বেড়েই চলেছে। মুম্বইতে ১ লিটার পেট্রোল মিলছে ৮৬ টাকা ৮৯ পয়সায়। কলকাতায় ১ লিটার পেট্রোলের মূল্য ৮১ টাকা ৮০ পয়সা। আবার চেন্নাইতে লিটার প্রতি পেট্রোল বিকোচ্ছে ৮৩ টাকা ৩৫ পয়সায়। রাজধানীতে ডিজেলের মূল্য পেট্রোলকে ছাপিয়ে গেলেও দেশের অন্য়ান্য মেট্রো শহরগুলিতে তা ৮০ টাকার কমেই মিলছে। মুম্বইতে লিটার প্রতি ডিজেল ৭৮ টাকা ৪৯ পয়সা। কলকাতাতে এক লিটার ডিজেল পাওয়া যাচ্ছে ৭৫ টাকা ৩২ পয়সায়। চেন্নাইতে লিটার প্রতি ডিজেল ৭৭ টাকা ৪২ পয়সা। আরও পড়ুন- Indian Railway: করোনার প্রকোপে ১২ আগস্ট পর্যন্ত বাতিল প্যাসেঞ্জার ট্রেন, চলবে না লোকালও

অন্যদিকে বেঙ্গালুরু, হায়দরাবাদ, পুনে, জয়পুর ও ভোপালে লিটার প্রতি পেট্রোলের মূল্য এখন যথাক্রমে ৮২ টাকা ৭২ পয়সা, ৮৩ টাকা ১৬ পয়সা, ৮৬ টাকা ৬০ পয়সা, ৮৭ টাকা ২৩ পয়সা, ৮৭ টাকা ৭৫ পয়সা করে যাচ্ছে। এই সব শহরে ডিজেলের লিটার প্রতি মূল্য এখন যথাক্রমে ৭৬ টাকা ২৪ পয়সা, ৭৮ টাকা ৩৪ পয়সা, ৭৭ টাকা ৩ পয়সা, ৮০ টাকা ৯৭ পয়সা, ৭৯ টাকা ৬ পয়সা।