IPL Auction 2025 Live

Maharashtra Assembly Election 2024: মারাঠা ভূমের ভোটে চলছে টাকার খেলা! নগদ অর্থের পর এবার গাড়ি থেকে উদ্ধার ২৪ কোটির হীরে

দিওয়ালির দিন দক্ষিণ মুম্বইয়ে ১০ কোটি অবৈধ টাকা উদ্ধারের পর এদিনও একই রকম ঘটনা ঘটল।

Gold Jwellery (Photo Credit: Pixabay)

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে অর্থশক্তিই সবচেয়ে বড় ফ্যাক্টার হতে চলেছে। এই কথাটা রাজনৈতিক বিশেষজ্ঞমহল বারবার বলছে। দেশের অর্থনীতির রাজধানী হিসেবে পরিচিতি মারাঠা ভূমে, টাকা যার, ভোটে জয় তারা। এই কথাটা এবারও সত্যি হতে চলেছে। দেশের অন্য যে কোনও রাজ্যের চেয়ে মহারাষ্ট্রে প্রার্থীরা বেশী ধনী হয়ে থাকেন। দিওয়ালির দিন দক্ষিণ মুম্বইয়ে ১০ কোটি অবৈধ টাকা উদ্ধারের পর এদিনও একই রকম ঘটনা ঘটল। মহারাষ্ট্রের আহমেদনগরের এক গাড়ি থেকে উদ্ধার হল প্রায় ২৪ কোটি টাকা মূল্যের হীরে, সোনা, ও রুপোর গয়না। আহিল্লানগরে এক টোল প্লাজার সামনে থেকে একটি গাড়িতে তল্লাশী চালিয়ে  নির্বাচন কমিশনের বিশেষ দল এই বিপুল পরিমাণ অর্থের গয়না উদ্ধারের পর বাজেয়াপ্ত করেছে।

গাড়িতে থাকা তিন ব্যক্তির কাছে উদ্ধার হওয়া গয়নার স্লিপ বা রিসিপ্ট দেখতে চায় SST (বিশেষ নজরদারী দল)-র কর্মীরা। কিন্তু কিছু রশিদ দেখালেও এত টাকার গয়না যে বৈধভাবে তারা কিনেছেন তা প্রমাণ করতে পারেননি।

উদ্ধার ২৪ কোটি টাকার হীরে, সোনার গয়না

আগামী ২০ নভেম্বর এক দফায় মহারাষ্ট্রের ২৮৮টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। ফলপ্রকাশ ১৩ নভেম্বর।