Dhanteras 2024: ধনতেরাসে ধন বর্ষান, মাত্র ১০ টাকায় কিনুন সোনা, নয়া স্কিম আনল মুকেশ আম্বানির জিও
মধ্যবিত্তের সোনা কেনার সাধ পূরণ করতে চলেছেন মুকেশ আম্বানি। মাত্র ১০ টাকাতেই কিনতে পারবেন সোনা। হ্যাঁ বিশ্বাস না হলেও এটাই সত্যি। ভাবছেন কীভাবে? জানুন তবে...
Dhanteras 2024: ধনলক্ষ্মীর কৃপা পেতে, সম্পত্তি বৃদ্ধি ঘটাতে ধনতেরাস উপলক্ষ্যে সোনা ঘরে আনেন বহু মানুষ। ২৯ অক্টোবর, মঙ্গলবার ধনতেরাস (Dhanteras 2024) বা ধনত্রয়োদশী। হিন্দু শাস্ত্রমতে মনে করা হয়, ধনত্রয়োদশীতে সোনা কিংবা অন্য কোন ধাতু ক্রয় করে ঘরে আনলে মা লক্ষ্মী সদয় হন। পরিবারে জন্যে তা সৌভাগ্যের প্রতীক মনে করা হয়। তবে সোনার আকাশছোঁয়া দামের জন্যে অনেকেই ইচ্ছা থাকলেও তা কিনে উঠতে পারে না। তবে আর চিন্তা নেই। মধ্যবিত্তের সোনা কেনার সাধ পূরণ করতে চলেছেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। মাত্র ১০ টাকাতেই কিনতে পারবেন সোনা।
হ্যাঁ বিশ্বাস না হলেও এটাই সত্যি। মুকেশ আম্বানির সংস্থা জিও (Jio) নিয়ে এসেছে একটি নতুন স্কিম। যার নাম 'জিও ফিনান্স স্মার্ট গোল্ড স্কিম' (Jio Finance Smart Gold)। এই স্কিমের মাধ্যমে আপনি মাত্র ১০ টাকা থেকেই সোনা কিনতে পারবেন।
ভাবছেন কীভাবে? জানুন তবে...
জিও ফিনান্স স্মার্ট গোল্ড স্কিমের মাধ্যমে আপনি ডিজিটাল গোল্ড কিনতে পারবেন। যাকে বলা হয়, সোনায় বিনিয়োগ করা। মাত্র ১০ টাকা থেকে শুরু হচ্ছে সেই বিনিয়োগ। এবার সেই সোনার বিনিয়োগ থেকে প্রাপ্ত গোল্ড দিয়ে আপনি যেকোনো সময়ে সোনার গয়না, স্বর্ণমুদ্রা এমনকি নগদ অর্থও পেয়ে যাবেন। সাধারণ মধ্যবিত্তের কথা ভেবে ধনতেরাস (Dhanteras 2024) থেকে এই জিও ফিনান্স স্মার্ট গোল্ড স্কিম চালু করছে জিও। এখানে সোনার নিত্য বাজারদর দেখেই ডিজিটাল সোনা কেনা-বেচা করা যাবে, সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে।
ডিজিটাল গোল্ডের বেশ কিছু সুবিধা রয়েছে। তার মধ্যে অন্যতম, চুরি কিংবা হারিয়ে যাওয়ার ভয় নেই এখানে। আপার বিনিয়োগ আপনার নামেই থাকবে। প্রয়োজনে যখন যেমন সেটি কাজ লাগাতে পারবেন। এক্ষেত্রে আলাদা করে ব্যাঙ্কে লকারেরও প্রয়োজন নেই।