Court On Husband-Wife and Other Woman: স্ত্রীর সঙ্গে দীর্ঘ বিচ্ছেদের পর অন্য মহিলার সঙ্গে সহবাস নিষ্ঠুরতা নয়, নির্দেশ দিল্লি হাইকোর্টের
স্ত্রীর থেকে দীর্ঘ বিচ্ছেদের পর কোনও পুরুষ যদি অন্য মহিলার সঙ্গে সহবাস করে তাহলে সেটা নিষ্ঠুরতা নয়। সম্প্রতি একটি মামলার রায় দিতে গিয়ে এই নির্দেশই দিল দিল্লি হাইকোর্টের বিচারপতি সুরেশ কুমার কাইত এবং নীনা বনসল কৃষ্ণার ডিভিশন বেঞ্চ।
নয়াদিল্লি: স্ত্রীর (wife) থেকে দীর্ঘ বিচ্ছেদের (long separation) পর কোনও পুরুষ যদি অন্য মহিলার সঙ্গে সহবাস (cohabiting) করে তাহলে সেটা নিষ্ঠুরতা (cruelty) নয়। সম্প্রতি একটি মামলার রায় দিতে গিয়ে এই নির্দেশই দিল দিল্লি হাইকোর্টের (Delhi High Court) বিচারপতি সুরেশ কুমার কাইত এবং নীনা বনসল কৃষ্ণার ডিভিশন বেঞ্চ। খারিজ করে দিল স্ত্রীর দায়ের করা মামলা (Court On Husband-Wife and Other Woman)।
তাঁরা পরিষ্কার জানিয়ে দিলেন, যদি কোনও পুরুষ স্ত্রীর থেকে দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকার পর অন্য কোনও মহিলার সঙ্গে সহবাস করে তাহলে তা নিষ্ঠুরতা বলা হবে না। কারণ, স্বামী ও স্ত্রীর মধ্যে ফের সম্পর্ক জোড়া লাগার যখন কোনও সম্ভাবনাই নেই তখন পুরুষটি শান্তি ও আনন্দের জন্য অন্য মহিলার সঙ্গে সম্পর্ক রাখতেই পারে। এর জন্য স্ত্রীর সঙ্গে বিবাহ-বিচ্ছেদের (divorce) অধিকার থেকে তাকে বঞ্চিত করা যাবে না।
পারিবারিক আদালতে (family court) স্বামীর সঙ্গে বিচ্ছেদের নির্দেশ দেয়। এর পরেই হিন্দু বিবাহ আইন, ১৯৫৫-এর সেকশন ১৩ (১) ধারার অধীনে নিষ্ঠুরতার অভিযোগে নির্দেশের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা করে এক মহিলা। জানা গেছে, ২০০৩ সালের ডিসেম্বর মাসে বিয়ে হয়েছিল ওই দম্পতির। কিছুদিন পরেই গণ্ডগোল শুরু হয়েছিল। ২০০৫ সাল থেকে দুজনে আলাদা বসবাস করছে। আরও পড়ুন: Mumbai Plane Crash New Video: মুম্বইয়ে নামতে গিয়ে কীভাবে দুর্ঘটনার কবলে পড়ল প্রাইভেট জেট! দেখুন সেই মুহূর্তের ভিডিয়ো