Engineer Rashid: ভোটের মুখে জামিন পেলেন কাশ্মীরের সাংসদ ইঞ্জিনিয়র রশিদ
জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনের মুখে বড় খবর। জঙ্গিদের অর্থ সাহায্য করার অভিযোগ ওঠা বারামুল্লা-র নির্দল সাংসদ রশিদ ইঞ্জিনিয়র-কে অন্তবর্তীকালীন জামিন দিল দিল্লির এনআইএ আদালত।
জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনের মুখে বড় খবর। জঙ্গিদের অর্থ সাহায্য করার অভিযোগ ওঠা বারামুল্লা-র নির্দল সাংসদ ইঞ্জিনিয়র রশিদ (Engineer Rashid)-কে অন্তবর্তীকালীন জামিন দিল দিল্লির এনআইএ আদালত। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার UAPA মামলা চললেও জামিন দেওয়া হল রশিদ-কে। বিচ্ছিন্নবাদী নেতা রশিদ যাতে আসন্ন জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনে প্রচার করতে পারেন সেই কারণেই তাঁকে জামিনে ছাড়া হল। জম্মু-কাশ্মীরে তিন দফার ভোট শেষ হচ্ছে পয়লা অক্টোবর। আর তার পরদিনই জামিনের মেয়াদ শেষে জেলে ফিরতে হবে রশিদ-কে। এনসি, পিডিপি-র মত দলগুলির দাপটের জায়গা বারামুল্লায় এখন ইঞ্জিনিয়র রশিদের জনপ্রিয়তা তুঙ্গে। তাই ভোট ভাগাভাগির কারণে রশিদের জামিনে বিজেপি-র সুবিধা হয়ে যাবে বলে অভিযোগ বিরোধীদের।
ক মাস আগে লোকসভা নির্বাচনে নির্দল প্রার্থী হয়ে বারামুলার মত হাইপ্রোফাইল কেন্দ্রে জিতে চমকে দেন ইঞ্জিনিয়র রশিদ । জেল থেকে ভোটে দাঁড়িয়েই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও পিডি নেত্রী মেহবুবা নেত্রী-র ঘনিষ্ঠ পিডিপি নেতাকে হারিয়ে সাংসদ হন রশিদ। কাশ্মীরে নাশকতার চালানো জঙ্গিদের টাকা জোগান দেন রশিদ। এমন অভিযোগে UAPA-তে দেশদ্রোহিতার মামলায় রশিদ-কে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন-ভয় দেখানো ছাড়া বিজেপি কিছুই করে না, নির্বাচনী প্রচারে মন্তব্য ওমর আবদুল্লার
কিন্তু বারুমাল অঞ্চলে রশিদের জনপ্রিয়তা জেলে যাওয়ার পর আরও বেড়ে গিয়েছে। রশিদই শুধু বারামুলার মানুষের কথা ভাবেন। এমন স্লোগান সেখান থেকে উঠছে। লোকসভা ভোটে বারামুল্লার সব কটি বিধানসভা আসনেই লিড পান রশিদ। শেষ পর্যন্ত রশিদ ২ লক্ষ ৪ হাজারের বেশী ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল কনফারেন্সের শীর্ষ নেতা ওমর আব্দুল্লা-কে। রশিদ জামিন পাওয়ায় বারামুলায় সব কটি আসনে চাপে পড়ে গেল এনসি, কংগ্রেস জোট। ফলে ৯০ আসনের বিধানসভায় বিজেপির সুবিধা হল বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞমহল।