Cyclone Remal:রেমালের চোখরাঙানির জের, কলকাতা থেকে মুম্বইগামী বিমানের ভাড়া ৭৯,৪০৩ টাকা!

টানা ২১ ঘণ্টা বন্ধ থাকার পর কলকাতা বিমানবন্দরে চালু হয়েছে বিমান পরিষেবা। নির্ধারিত সময়ের আগেই,৮টা ৫৯ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে ছাড়ে ইন্ডিগোর একটি বিমান।

Air India (Representational Image) Photo Credit: Twitter@barandbench

কলকাতাঃ রেমালের ( Cyclone Remal) চোখরাঙানির জেরে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) ২১ ঘণ্টা বন্ধ ছিল বিমান পরিষেবা। শনিবার একটি বিজ্ঞপ্তি জারি করে করে এ কথা জানানো হয় কলকাতা বিমান বন্দরের তরফে। রবিবার শেষ বিমান ছাড়ে ১২ টা ১৬ মিনিটে। আর শেষ মুহূর্তে কলকাতা ছেড়ে মুম্বই যেতে হত এক যাত্রীকে। তাই টিকিট বুক করতে গিয়ে তিনি দেখেন, কলকাতা থেকে মুম্বই (Mumbai) যাওয়ার টিকিটের দাম ৭৯ হাজার টাকা। তাও কলকাতা থেকে মুম্বইয়ের সরাসরি বিমান নয়। তাঁকে প্রথমে চেন্নাই গিয়ে, সেখান থেকে মুম্বই পৌঁছে দেওয়ার অফার দেয় এয়ার ইন্ডিয়া। ৭ ঘণ্টা ৪০ মিনিটের জার্নির জন্য চাওয়া হয় ৭৯,৪০৩ টাকা। রেমালের কারণেই এমন আকাশছোঁয়া দাম টিকিটের তা বোঝাই গিয়েছে। তবে ৭৯ হাজার? টাকার অঙ্কটা অবাক করছে আমজনতাকে।

প্রসঙ্গত, টানা ২১ ঘণ্টা বন্ধ থাকার পর কলকাতা বিমানবন্দরে চালু হয়েছে বিমান পরিষেবা। নির্ধারিত সময়ের আগেই,৮টা ৫৯ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে ছাড়ে ইন্ডিগোর একটি বিমান। আর ৯টা ৫০ মিনিট নাগাদ কলকাতায় প্রথম নামে গুয়াহাটি থেকে আসা একটি বিমান। ধীরে-ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। তবে পরিষেবা চালু হলেও তা পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন কলকাতা বিমান বন্দরের এক আধিকারিক।