Cyclone Mocha: ঘূর্ণিঝড় মোচা কি আসছে? জরুরি বৈঠকে ওড়িশার মুখ্যমন্ত্রী, বাংলায় কতটা প্রভাব জানুন
২০১৯ সালের ২মে ওড়িশায় দাপট দেখায় ফণী। ফলে এবার যাতে আগে থেকে উপযুক্ত পদক্ষেপ করা হয়, সে বিষয়ে নির্দেশ দেন নবীন পট্টনায়েক।
দিল্লি, ৩মে: ফের ঘূর্ণিঝড়ের সম্ভাবনায় শুরু হয়েছে তোড়জোড়। বঙ্গোপসাগরে ফের নতুন করে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে খবর। বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তা শনিবার অর্থাৎ ৬ মে উপকূলে আছড়ে পড়তে পারে বলে সম্ভাবনা। সেই কারণে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ইতিমধ্যেই রাজ্যের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছেন। উপকূলবর্তী এলাকার মানুষদের যাতে নিরাপদ জায়গায় সরানো হয় এবং তাঁদের জন্য উপযুক্ত ব্যবস্থা করা হয়, সে বিষয়ে নির্দেশ দেন ওড়িশার মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত ২০১৯ সালের ২মে ওড়িশায় দাপট দেখায় ফণী। ফলে এবার যাতে আগে থেকে উপযুক্ত পদক্ষেপ করা হয়, সে বিষয়ে নির্দেশ দেন নবীন পট্টনায়েক।
ওড়িশার পাশাপাশি ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গেও পড়তে পারে। ফলে রাজ্যের উপকূলবর্তী রাজ্যের মানুষদেরও সতর্ক থাকতে হবে বলে মনে করা হচ্ছে। তবে আলিপুর আবহাওয়া দফতরের তরফে এ বিষয়ে এখনও কোনও সতর্কতা জারি করা হয়নি সেভাবে।