Cyclone Gulab: ঘূর্ণিঝড় গুলাবের জের, মুষলধারে বৃষ্টির ভয়ে তেলাঙ্গানায় ছুটি ঘোষণা সরকারের
রিপোর্টে প্রকাশ, মঙ্গলবার থেকে তেলাঙ্গানার সমস্ত স্কুল, কলেজ, সরকারি অফিসে ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখের রাও৷ তেলাঙ্গানার মুখ্যসচিব সোমেশ কুমারের সঙ্গে বৈঠকের পরই ছুটি ঘোষণা করা হয়েছে৷
হায়দরাবাদ, ২৮ সেপ্টেম্বর: ঘূর্ণিঝড় (Cyclone) গুলাবের (Gulab)জেরে ভাসতে পারে তেলাঙ্গানা (Telangana)৷ ঘূর্ণিঝড়ের প্রভাবে তেলাঙ্গানা সহ গোটা হায়দরাবাদে এক নাগাড়ে বৃষ্টি হতে পারে, এই আশঙ্কায় মঙ্গলবার থেকে গোটা রাজ্যে ছুটি ঘোষণা করা হয়েছে সে রাজ্যের তরফে৷
রিপোর্টে প্রকাশ, মঙ্গলবার থেকে তেলাঙ্গানার সমস্ত স্কুল, কলেজ, সরকারি অফিসে ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখের রাও৷ তেলাঙ্গানার মুখ্যসচিব সোমেশ কুমারের সঙ্গে বৈঠকের পরই ছুটি ঘোষণা করা হয়েছে৷ সোমবারই এ বিষয়ে তেলাঙ্গানা সরকারের তরফে বিবৃতি জারি করা হয়৷
তবে রাজ্য সরকারের তরফে ছুটি ঘোষণা করা হলেও, পুরসভা, পঞ্চায়েত অফিস, দমকল দফতর, পুলিশের সমস্ত গুরুত্বপূর্ণ দফতরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে৷ রাজ্যে দুর্যোগ ঘনালে যে কোনও সময়ে যাতে আপৎকালীন দফতরের কর্মীরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারেন, সেই ব্যবস্থা করা হয়েছে৷
তেলাঙ্গানার পাশাপাশি পশ্চিমবঙ্গেও (West Bengal) আগামী ৫ অক্টোবর পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে৷ তবে গুলাবের প্রভাব পশ্চিমবঙ্গে তেমনভাবে না পড়লেও, মঙ্গলবার থেকে পৃথক ননিম্নচাপের জেরে এক নাগাড়ে বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের বেশ কয়েকটি জেলা৷ এমনই সতর্কতা জারি করা হয়েছে৷