COVID-19 New Symptoms: মুখে লাল ব়্যাশ! করোনাভাইরাসের নতুন উপসর্গ, চিকিৎসকদের গবেষণায় উঠে এল তথ্য
বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাপিয়ে গেল ১কোটি ৩৭ লাখ। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা যত বাড়ছে, মারণভাইরাসের উপসর্গ এবং লক্ষণের প্রকৃতিও বদলাচ্ছে। জ্বর-সর্দি-কাশি ছাড়াও আরও বেশ কিছু উপসর্গ দেখা দিচ্ছে করোনা রোগীর শরীরে। এরমধ্যে রয়েছে স্বাদ এবং ঘ্রাণশক্তি নষ্ট হয়ে যাওয়া। এছাড়াও করোনা-রোগীর শরীরে হতে পারে চর্মরোগ। মুখে দেখা দিতে পারে হালকা লালচে ব়্যাশ। কিংবা হাতে আঙুলের ফাঁকে ফাঁকে চুলকোতে পারে। এমনকী মুখের ভিতরেও দেখা দিতে পারে ঘা। স্পেনের চিকিৎসক এবং গবেষকদের নতুন গবেষণায় উঠে এসেছে এই তথ্যই।
মাদ্রিদ, ১৭ জুলাই: বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাপিয়ে গেল ১কোটি ৩৭ লাখ। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা যত বাড়ছে, মারণভাইরাসের উপসর্গ এবং লক্ষণের প্রকৃতিও বদলাচ্ছে। জ্বর-সর্দি-কাশি ছাড়াও আরও বেশ কিছু উপসর্গ দেখা দিচ্ছে করোনা রোগীর শরীরে। এরমধ্যে রয়েছে স্বাদ এবং ঘ্রাণশক্তি নষ্ট হয়ে যাওয়া। এছাড়াও করোনা-রোগীর শরীরে হতে পারে চর্মরোগ। মুখে দেখা দিতে পারে হালকা লালচে ব়্যাশ। কিংবা হাতে আঙুলের ফাঁকে ফাঁকে চুলকোতে পারে। এমনকী মুখের ভিতরেও দেখা দিতে পারে ঘা। স্পেনের চিকিৎসক এবং গবেষকদের নতুন গবেষণায় উঠে এসেছে এই তথ্যই।
চিকিৎসকেরা জানাচ্ছেন, কোভিড-১৯ রোগীর ক্ষেত্রে চর্মরোগ খুবই সাধারণ একটি লক্ষণ। তবে মুখের ভিতরেও ঘা দেখা দিতে পারে করোনা রোগীর ক্ষেত্রে। মাদ্রিদের একটি নামজাদা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক জুয়ান জিমেনেজ-কাউহে-র গবেষণায় উঠে এসেছে এই তথ্যই। ডাক্তারি ভাষায় এই রোগের নাম এনানথেম।
চলতি বছরের এপ্রিল মাসে ২১ জন করোনা রোগীর উপর পরীক্ষা করা হয়, সেই পরীক্ষায় ২১ জনের মধ্যে ৬ জন রোগীর মুখের ভিতর ঘা দেখতে পাওয়া গেছে। এদের প্রত্যেকের বয়স ৪০ থেকে ৬৯ বছরের মধ্য। যে ৬ জনের শরীরে এই উপসর্গটি চিহ্নিত করা হয়েছে, তারা প্রত্যেকেই মহিলা বলে জানা গেছে। গবেষণায় দেখা গেছে, কোভিড-১৯-র অন্যান্য উপসর্গ শরীরে দেখা দেওয়ার দিন দুয়েক আগেই এই লক্ষণ রোগীর শরীরে দেখা দিতে পারে।