Covid 19: বর্ষবরণের আবহে কোভিড রুখতে উৎসবেও জারি সতর্কতা, জরুরি বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকে

সূত্রের খবর, আজ বিকেল ৩টে নাগাদ যে বৈঠক হবে, সেখানে সাধারণ মানুষ যাতে সব সময় মাস্ক পরে বের হন, সে বিষয়ে জারি করা হবে নির্দেশিকা। সেই সঙ্গে কোভিডবিধি মেনে তবেই ঘরের বাইরে বেরনোর পরামর্শ দেওয়া হবে বলে খবর।

Representational Image (Photo Credits: Pixabay)

দিল্লি, ২৩ ডিসেম্বর: চিনে (China) যেভাবে প্রতি মুহূর্তে করোনার (COVID 19) দাপট বাড়ছে, তাতে কপালে চিন্তার ভাঁজ পড়ছে বিশ্বের প্রায় সব দেশের কপালে। চিনে প্রতিদিন প্রায় ৫ হাজার কোভিড আক্রান্তের মত্যু হচ্ছে বলে দাবি করা হয় আমেরিকার তরফে। মার্কিন মুলুকের একটি ফার্মের এমন দাবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। চিনের করোনার থাবা যাতে ভারতে না পড়ে, তার জন্য একাধিক পদক্ষেপ করা হচ্ছে কেন্দ্রের তরফে। ভারতে (India)  করোনার (Corona) থাবা রুখতে শুক্রবার ফের একটি উচ্চ পর্যায়ের বৈঠক বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। শুক্রবার বিকেল ৩টে নাগাদ ভার্চুয়াল বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। কোভিডের এই নয়া ঢেউ রুখতে কী কী পদক্ষেপ করা হবে, সে বিষয়ে আজকের বৈঠকে আলোচনা করা হবে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: COVID 19 Alert In Taj Mahal: করোনা পরীক্ষা ছাড়া তাজমহলে প্রবেশ নয়, স্পষ্ট নির্দেশ

সূত্রের খবর, আজ বিকেল ৩টে নাগাদ যে বৈঠক হবে, সেখানে সাধারণ মানুষ যাতে সব সময় মাস্ক পরে বের হন, সে বিষয়ে জারি করা হবে নির্দেশিকা। সেই সঙ্গে কোভিডবিধি মেনে তবেই ঘরের বাইরে বেরনোর পরামর্শ দেওয়া হবে বলে খবর।

খ্রিস্টমাস এবং বর্ষবরণ উপলক্ষ্য়ে গোটা দেশ জুড়ে শুরু হচ্ছে উৎসব। উৎসবের আনন্দে মাততে মানুষ যাতে মাস্ক পরে, কোভিডবিধি মেনে ঘরের বাইরে বের হন, সে বিষয়ে নির্দেশিকা জারি করা হতে পারে বলে খবর।