Congress Online Crowdfunding Campaign: ভাঁড়ারে টান, অনলাইনে সাহায্য চাইবে কংগ্রেস
নলাইনে ক্রাউন্ডফান্ডিংয়ের পথে হাঁটছে কংগ্রেস।
Congress Donate for Desh: বিজেপির সঙ্গে আর্থিক দিক কিছুতেই পাল্লা দিতে পারছে না কংগ্রেস। গত ৯ বছরের দেশ ও অধিকাংশ রাজ্যে ক্ষমতায় থেকে আর্থিক দিক ফুলে ফেঁপে উঠছে বিজেপি। তার প্রভাবে ভোটের প্রচার থেকে ডিজিটাল ক্যাম্পেনে অনেকটা এগিয়ে থাকছে পদ্মশিবির। আর্থিক শক্তি ভোটে জেতার ব্যাপারে বড় ভূমিকা নেয়। এদিকে, দক্ষিণের দুই রাজ্যে ক্ষমতায় এলেও রাজস্থান, ছত্তিশগড়ে ক্ষমতা হারিয়ে আর্থিক দিক থেকে আরও দুর্বল হয়ে পড়ছে হাত শিবির।
আর কয়েক মাস বাদেই দেশের সাধারণ নির্বাচন। এত বড় একটা নির্বাচনে বিজেপির মত শক্তিকে হারানোর মত অর্থ এখন কংগ্রেসের নেই। এমন রিপোর্ট ক দিন আগেই প্রকাশিত হয়েছিল এক সর্বভারতীয় দৈনিকে। তাই এবার অনলাইনে ক্রাউন্ডফান্ডিংয়ের পথে হাঁটছে কংগ্রেস। বিজেপির বিপুল আর্থিক শক্তিকে পাল্লা দিতে অনলাইনে কৌটো নিয়ে হাজির হচ্ছে দেশের প্রাচীন রাজনৈতিক দল। অনলাইনে এবার থেকে কংগ্রেসকে আর্থিক অনুদান দিতে পারবেন যে কেউ।
দেখুন ভিডিয়ো
দেশের জন্য অনুদান দিন, বা ডোনেট ফর দেশ-নামের এক অনলাইন ক্যাম্পেন এনে দেশবাসীকে কংগ্রেসকে অনুদান দেওয়ার আবেদন জানাতে চলেছে হাত শিবির। ১৯২০-২১ সালে মহাত্মা গান্ধীর ঐতিহাসিক তিলক স্বরাজ ফান্ডে অনুপ্রাণিত হয়ে কংগ্রেস তাদের 'ডোনেট ফর দেশ' কর্মসূচি আনতে চলেছে বলে সাংসদ কেসি ভেনুগোপাল জানান।
আগামী ১৮ ডিসেম্বর নয়া দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জন খাড়গে সরকারীভাবে 'ডোনেট ফর দেশ' ক্যাম্পেনের আনুষ্ঠানিক সূচনা করতে চলেছেন। এই কর্মসূচিকে উতসাহ দিতে সব রাজ্যস্তরের প্রদেশ কমিটির নেতা, জনপ্রতিনিধি, রাজ্য সভাপতি, জেলা সভাপতিদের প্রত্যেকে ন্য়ুন্যতম ১৩৮০ টাকা করে অনুদান দেওয়ার আবেদন জানানো হয়েছে। আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে কিছুতেই বিনা যুদ্ধে সুচাগ্র মেদিনী ছেড়ে দিতে রাজি নয় কংগ্রেস। হাত শিবিরের দাবি, আর্থিক দিক থেকে মজবুত হওয়া গেলে বিজেপি-র মত সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করা যাবে। ব্র্যান্ড মোদী শুধু আর্থিক শক্তির জোরে মিথ্যা বিজ্ঞাপনের ওপরে, সারাদিন খবরের চ্যানেলে ঢাক পিটিয়ে তৈরি হয়েছে বলে কংগ্রেস নেতারা