INDIA Congress AAP: কংগ্রেস-আপ জোটের আসন সমঝোতায় কোন রাজ্যে কে কটি আসনে লড়ছে, জানুন বিস্তারিত
অসম্ভবকে সম্ভব করে অবশেষে কংগ্রেস ও আম আদমি পার্টি-র আসন সমঝোতা চূড়ান্ত হল। আসন্ন লোকসভা নির্বাচনে INDIA-ব্যানারে এক জোট হয়ে লড়বে রাহুল গান্ধী-অরবিন্দ কেজরিওয়াল-রা। দু পক্ষই একে অপরকে কিছুটা জমি ছেড়ে আসন্ন লোকসভা নির্বাচনে আসন সমঝোতায় সিলমোহর দিল।
অসম্ভবকে সম্ভব করে অবশেষে কংগ্রেস ও আম আদমি পার্টি-র আসন সমঝোতা চূড়ান্ত হল। আসন্ন লোকসভা নির্বাচনে INDIA-ব্যানারে এক জোট হয়ে লড়বে রাহুল গান্ধী-অরবিন্দ কেজরিওয়াল-রা। দু পক্ষই একে অপরকে কিছুটা জমি ছেড়ে আসন্ন লোকসভা নির্বাচনে আসন সমঝোতায় সিলমোহর দিল। পঞ্জাব ছাড়া দেশের সব জায়গাতেই কংগ্রেস ও আপ আসন সমঝোতায় গেল। পঞ্জাবে যেহেতু শাসক আপ ও প্রধান বিরোধী দল আপ, তাই সেখানে জোট হলে বিজেপির সুবিধা হবে বলে পঞ্চনদের দেশে কোনওরকম আসন সমঝোতা হল না। দিল্লিতে ৭টি লোকসভা আসনের মধ্যে রাজ্যের শাসক দল আম আদমি পার্টি লড়বে ৪টি-তে, আর কংগ্রেস লড়বে ৩টি-তে।
দিল্লি বিধানসভায় কংগ্রেস শূন্য থাকলেও ২০১৯ লোকসভায় বিজেপি-র বিরুদ্ধে কংগ্রেসই প্রধান বিরোধী দল হয়েছিল। লোকসভা ভোটে দিল্লিতে কংগ্রেসের প্রাপ্ত ভোট বেশ ভাল, তেমন আবার দেশের রাজধানী শহরে 'ব্র্যান্ড কেজরিওয়াল' মানেই ভোটারদের আস্থা। এবার কেজরি আর হাত জোটের রসায়ন ইভিএমে ঠিকমত প্রতিফলিত হলে দিল্লিতে এবার ভোট জমে যাবে। গত দুটি লোকসভা নির্বাচনে বিজেপি দিল্লির ৭টি লোকসভা আসনেই জিতেছে। এবার পরপর তিনবার দিল্লিতে সাতে সাত করার লক্ষ্যে বিজেপির পথে বড় বাঁধা হয়ে দাঁড়াতে পারে আপ, কংগ্রেস জোট। দিল্লিতে বিরোধীদের নজরে থাকা চাঁদনি চক আসনে প্রার্থী দেবে কংগ্রেস। তার বদলে গুজরাটের ভারুচে প্রার্থী দেবে কংগ্রেস। প্রধানমন্ত্রীINC নরেন্দ্র মোদী-র গুজরাটের ২৬টি-র মধ্যে আপ-কে দুটি ছেড়ে বাকি ২৪টি লোকসভা আসনে লড়বে কংগ্রেস।
হরিয়ানায় ১০টি আসনের মধ্যে ৯টি-তে প্রার্থী দেবে কংগ্রেস, ১টি-তে প্রার্থী দেবে আপ। পঞ্জাব লাগয়ো অঞ্চলে প্রার্থী দেবে কেজরিওয়ালের দল। গত লোকসভা নির্বাচনে হরিয়ানার ১০টি আসনেই জিতেছিল বিজেপি।
গোয়ায় দুটি আসনেই প্রার্থী দেবে কংগ্রেস। তাদের পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছে কেজরির দল। দক্ষিণ গোয়া লোকসভা কেন্দ্রে গত লোকসভা ভোটে জিতেছিল কংগ্রেস। এখন দক্ষিণ গোয়ায় কংগ্রেসের জমিতে ভাগ বসিয়েছে আপ। উত্তর গোয়া বরাবরই বিজেপির গড়।
কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডিগড়ে প্রার্থী দেবে কংগ্রেস। গত দুটি লোকসভা নির্বাচনে চণ্ডিগড়ে জয়ী বিজেপি সাংসদ তারকা অভিনেত্রী কিরণ খের বিরোধীদের ভোট ভাগাভাগির পুরো সুবিধা পেয়েছেন। ২০১৪ লোকসভা নির্বাচনে এখানে কংগ্রেস ও আপের মিলিত ভোট, বিজেপির থেকে অনেক বেশী ছিল। ২০১৯-এ কংগ্রেস, আপের মিলিত ভোট কিরণ খেরের একেবারে কাছাকাছি ছিল। দু বারই বিজেপির পিছনে দ্বিতীয় হয়েছিল কংগ্রেস। ২০১৪ লোকসভা নির্বাচনে এখানে আপ প্রার্থী হয়ে তৃতীয় হওয়া অভিনেত্রী গুল পানাং ভাল ভোট পেয়েছিলেন। ক দিন আগে চণ্ডিগড় মেয়র নির্বাচনে আপ-কংগ্রেস জোট হয়ে নেমে বড় সাফল্য পায়। চণ্ডিগড়ে কংগ্রেস প্রার্থী হতে চলেছে গত দুবার পরাজিত পবন বনসল।
কংগ্রেস+আপ জোটে কোন রাজ্যে কে কটা আসনে লড়বে
দিল্লি (৭): কংগ্রেস ৩, আপ ৪
গুজরাট (২৬): কংগ্রেস ২৬, আপ ২
হরিয়ানা (১০): কংগ্রেস ৯, আপ ১
গুজরাট (২৬): কংগ্রেস ২৪, আপ ২
চণ্ডিগড় (১): কংগ্রেস ১
গোয়া (২): কংগ্রেস ২