Chandrababu Naidu: মোদীর বিমান উপহারের পাল্টা অন্ধ্রের স্বাস্থ্য বিজেপিকে দিলেন চন্দ্রবাবু , ছেলে লোকেশের হাতে আইটি

অন্ধ্র প্রদেশে একাই নিজের জোরে ক্ষমতায় এসেছেন তেলগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু। তবে রাজ্যের দাবি আদায়ের জন্য নিজের সরকারে বিজেপি-কে সঙ্গে নিয়েছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু।

Narendra Modi, Chandrababu Naidu (Photo Credit: ANI/Twitter)

হায়দরাবাদ, ১৪ জুন: কেন্দ্র নরেন্দ্র মোদী টিডিপি-কে দিয়েছেন বিমান, পাল্টা অন্ধ্রে বিজেপি-কে স্বাস্থ্য দিলেন চন্দ্রবাবু নাইডু। অন্ধ্র প্রদেশে একাই নিজের জোরে ক্ষমতায় এসেছেন তেলগু দেশম পার্টির প্রধান এন চন্দ্রবাবু নাইডু (CM N Chandra Babu Naidu)। তবে রাজ্যের দাবি আদায়ের জন্য নিজের সরকারে বিজেপি-কে সঙ্গে নিয়েছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু। বিজেপি-কে মাত্র ১০টি আসনে লড়তে দিয়ে এবার চন্দ্রবাবু নাইডু পদ্ম শিবিরের বিধায়কদের নিজের মন্ত্রিসভায় ঠাঁই দিলেন। চন্দ্রবাবু নাইডুর মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্ব সামলাবেন বিজেপি-র সত্য কুমার যাদব। যে বিজেপির অন্ধ্রে নিজেদের জোরে বেশীরভাগ আসনেই জামানত বাঁচানোর ক্ষমতা নেই বলে বিরোধীরা কটাক্ষ করেন।

অন্ধ্রের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের হাতে থাকল পঞ্চায়েত রাজ, বন ও পরিবেশ, বিজ্ঞান-প্রযুক্তির মত গুরুত্বপূর্ণ মন্ত্রক থাকল। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর ছেলে নারা লোকেশ মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, আইটি ইলেকট্রনিক্স ও যোগাযোগ মন্ত্রকের দায়িত্ব পেলেন। আরও পড়ুন-নাড্ডার পরিবর্তে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি হতে পারেন যিনি

রাজ্যের আইনশৃঙ্খলা, প্রশাসনিক দফতর, সরকারের মালিকানাধীন- নিয়ন্ত্রিত ব্যবসা সহ বেশ কয়েকটি দফতর নিজের কাছেই রাখলেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। প্রসঙ্গত, লোকসভার সঙ্গে হওয়া অন্ধ্র বিধানসভায় চন্দ্রবাবু নাইডু-র টিডিপি ১৩৫টি, পবন কল্যাণের জনসেনা ২১টি, বিজেপি ৮টি আসবনে জেতে। সেখানে গত পাঁচ বছর ক্ষমতায় থাকা জগনমোহন রেড্ডি-র ওয়াইএসআর কংগ্রেস পার্টি জেতে মাত্র ১১টি আসন।

প্রসঙ্গত, দিল্লিতে মোদী সরকার টিকিয়ে রাখার কারিগর চন্দ্রবাবু নাইডুর দলের সাংসদ রাম মোহন নাইডু কিঞ্জারাপু এবার কেন্দ্রে অসামরিক বিমান চলাচল মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন। মোদীর বিমানের বিনিময়ে বিজেপিকে স্বাস্থ্য দিলেন চন্দ্রবাবু।