IPL Auction 2025 Live

Karnataka Shocker: মর্মান্তিক! স্কুলে জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে পড়ে মৃত নাবালিকা

মর্নিং স্কুলে জাতীয় সঙ্গীত গেয়ে প্রার্থনা করার সময় পড়ে গিয়ে মৃত্যু হল ক্লাস টেনের এক ছাত্রীর। বুধবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে কর্নাটকের চামারাজানগর জেলার নিরমালা স্কুলে। ১৫ বছর বয়সী মৃত ওই ছাত্রীর নাম পেলিসা বলে জানা গেছে।

মৃত ছাত্রী (Photo Credit: Twitter/IANS)

চামারাজানগর: মর্নিং স্কুলে জাতীয় সঙ্গীত (National Anthem) গেয়ে প্রার্থনা করার সময় পড়ে গিয়ে মৃত্যু হল ক্লাস টেনের এক ছাত্রীর (School Girl)। বুধবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে কর্নাটকের (Karnataka) চামারাজানগর জেলার নিরমালা স্কুলে। ১৫ বছর বয়সী মৃত ওই ছাত্রীর নাম পেলিসা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে পেলিসা নিরমালা স্কুলে প্রার্থনা করার জন্য জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেছিল। সেই সময় আচমকা মাটিতে লুটিয়ে পড়ে সে। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা ওই নাবালিকা ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে খবর, মৃত ছাত্রী অনাথ ছিল এবং হোস্টেলে থাকত। বর্তমানে তার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এরপরই তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ ও মৃত ছাত্রীর বন্ধুদের জেরা করা হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। আরও পড়ুন: Amit Shah On No Confidence Motion Debate: অনাস্থা প্রস্তাব বিতর্কে কংগ্রেস-সহ বিরোধীদের তীব্র আক্রমণ, ভিডিয়োতে দেখুন লোকসভায় কী বললেন অমিত শাহ