Supreme Court: এই প্রথম হোলির ছুটিতেও ভেকেশন বেঞ্চ চালু রাখবে সুপ্রিম কোর্ট, কেন জানেন?

দোল উপলক্ষে ছুটিতে যাবেন সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতিরা। এটা প্রতিবারই ঘটে। তবে এবার এর মধ্যেই রয়েছে নতুনত্ব, এই প্রথম ছুটিতে থাকার সময়ও সুপ্রিম কোর্টে একটি ভেকেশন বেঞ্চ চালু থাকবে। এই অবসরে যদি বড়মাপের কোনও মামলা থাকে তার শুনানির জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের শীর্ষ আদালত হোলি উপলক্ষে এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে। এএনআই-এর টুইটে প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে বলেছেন, হোলির দিন এই ছুটি বেঞ্চ খোলা থাকবে না। তবে বাকি দিনগুলির একটিতে পাওয়া যেতে পারে। এতদিন সাধারণত গ্রীষ্মকালীন ছুটিতেই পুরোপুরি বন্ধ থাকে আদালত। এই ছুটি দুমাস ধরে চলে।

সুপ্রিম কোর্ট (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ৫ মার্চ: দোল উপলক্ষে ছুটিতে যাবেন সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতিরা। এটা প্রতিবারই ঘটে। তবে এবার এর মধ্যেই রয়েছে নতুনত্ব, এই প্রথম ছুটিতে থাকার সময়ও সুপ্রিম কোর্টে একটি ভেকেশন বেঞ্চ চালু থাকবে। এই অবসরে যদি বড়মাপের কোনও মামলা থাকে তার শুনানির জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের শীর্ষ আদালত হোলি উপলক্ষে এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে। এএনআই-এর টুইটে প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে বলেছেন, হোলির দিন এই ছুটি বেঞ্চ খোলা থাকবে না। তবে বাকি দিনগুলির একটিতে পাওয়া যেতে পারে। এতদিন সাধারণত গ্রীষ্মকালীন ছুটিতেই পুরোপুরি বন্ধ থাকে আদালত। এই ছুটি দুমাস ধরে চলে।

আগামী ৯ মার্চ হোলি উপলক্ষে বন্ধ হচ্ছে সুপ্রিম কোর্ট। এরপর ছুটি কাটিয়ে ফের ১৬ মার্চ কাজ শুরু করবে শীর্ষ আদালত। একইভাবে কোনও জরুরি পরিস্থিতি তৈরি হলে এই ছুটিতেই ভেকেশন বেঞ্চ শুনানি করবে। এবং গুরুত্বপূর্ণ রায়ও দেবে। তবে মামলার গুরুত্বের উপরেই রায় নির্ভর করবে। মণিপুরে যে ভুয়ো এনকাউন্টারের অভিযোগ উঠেছে সেই সংক্রান্ত মামলাটি হোলির ছুটি কাটিয়ে আসার পরই শুনবে সুপ্রিম কোর্ট। এরমধ্যে সিবিআই ভুয়ো এনকাউন্টারের তদন্ত রিপোর্টও জমা করবে। আরও পড়ুন- India Qualifies For Final Of ICC Women’s T20 World Cup: বৃষ্টিতে পরিত্যক্ত সেমিফাইনাল ম্যাচ, পয়েন্টে এগিয়ে থেকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতীয় মহিলা ক্রিকেট দল

এই প্রসঙ্গে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল বৃহস্পতিবার সিএএ সংক্রান্ত মামলার শুনানির প্রসঙ্গ উত্থাপন করেন। এই মামলাটি যাতে জরুরি তালিকাভুক্ত হয় তারও অনুরোধ জানিয়েছেন তিনি। এরপরেই সরকারি কৌঁসুলি কে বেনুগোপাল বলেন, দুদিনের মধ্যেই সিএএ নিয়ে রিপোর্ট আদালতে জমা করবে কেন্দ্র। এই সময় প্রধান বিচারপতি এসএ বোবদে কপিল সিব্বলকে বলেন, হোলির ছুটির পর আদালত চালু হলে তিনি যেন সংশ্লিষ্ট বিষয়টি ফের মনে করান।