Chandrayaan 3: চাঁদের বুকে চন্দ্রযান ৩-এর সফল অবতরণ না হওয়া পর্যন্ত উপোস ভাঙবেন না, পাকিস্তানি সীমা হায়দরের ভিডিয়ো ভাইরাল
সীমা হায়দর এবং সচিন মীনা চাঁদের বুকে চন্দ্রযানের সফল অবতরণের জন্য প্রার্থনা করেন। চন্দ্রযান যতক্ষণ না পর্যন্ত চাঁদের মাটিতে নামছে সফলভাবে, ততক্ষণ তিনি উপোস ভাঙবেন না।
নয়ডা, ২৩ অগাস্ট: বুধ সন্ধ্যায় চন্দ্রযান ৩ যাতে সফলভাবে চাঁদের বুকে অবতরণ করতে পারে,তার প্রার্থনায় গোটা দেশ। দেশের প্রত্যেক কোণায় চন্দ্রযান ৩ এর জন্যচলছে প্রার্থনা। পশ্চিমবঙ্গ থেকে দিল্লি, দেশের সর্বত্র পুজোপাঠ। এবার সেই তালিকায় যোগ হল পাকিস্তানি সীমা হায়দরের (Seema Haider) নাম। সীমা হায়দর এবং সচিন মীনা চাঁদের বুকে চন্দ্রযানের ( Chandrayaan-3) সফল অবতরণের জন্য প্রার্থনা করেন। চন্দ্রযান যতক্ষণ না পর্যন্ত চাঁদের মাটিতে নামছে সফলভাবে, ততক্ষণ তিনি উপোস ভাঙবেন না। চন্দ্রযানের সফল অবতরণের পরই তিনি উপোস ভাঙবেন বলে জানান পাকিস্তানি সীমা হায়দর। দেখুন সেই ভিডিয়ো...
পাবজি খেলতে গিয়ে ভারতের নয়ডার বাসিন্দা সচিন মীনার সঙ্গে পরিচয় হয় সীমা হায়দরের। সচিনের সঙ্গে ঘর বাঁধার আশায় পাকিস্তান থেকে ভারতে আসেন সীমা। যা প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল শুরু হয়।
এমনকী সীমা হায়দরের সঙ্গে পাকিস্তানি গুপ্তচর সংস্থা কিংবা সেনা বাহিনীর কোনও যোগ রয়েছে কি না, সে বিষয়ে খোঁজ শুরু করে উত্তরপ্রদেশ এটিএস।