CEC Rajiv Kumar: বুধে নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে মহারাষ্ট্রে যাবে কমিশন, তারপরেই ঘোষণা হবে দিনক্ষণ
জম্মু-কাশ্মীরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিধানসভা নির্বাচন। আগামী মাসে হরিয়ানাতেও রয়েছে নির্বাচন।
জম্মু-কাশ্মীরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিধানসভা নির্বাচন। আগামী মাসে হরিয়ানাতেও রয়েছে নির্বাচন। আর এই আবহে মহারাষ্ট্রেও নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু তখন সেটা হয়নি। তবে সম্ভবত এই দুই রাজ্যে নির্বাচন মিটতেই ঝাড়খণ্ডের ও মহারাষ্ট্রে হতে পারে বিধানসভা নির্বাচন। মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (CEC Rajiv Kumar) সহ একটি বিশেষ প্রতিনিধি দল ঝাড়খণ্ডের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে আসেন। আগামীকাল অর্থাৎ বুধবার মহারাষ্ট্রে যাবেন তাঁরা। সেখানেও খতিয়ে দেখা হবে প্রস্তুতি। আর তারপরেই প্রকাশিত হবে এই দুই রাজ্যের নির্বাচনী নির্ঘন্ট। সূত্রের খবর, কমিশন আশ্বস্ত হলে আগামী নভেম্বর বা ডিসেম্বরের মধ্যেই এই দুই রাজ্যে নির্বাচন হয়ে যাবে।
এদিন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, "আমাদের একটাই লক্ষ্য সেটা হল নির্বাচন যেন অবাধ সুষ্ঠ ও প্রলোভনমুক্ত হয়। আর এই বিষয়গুলি নিশ্চিত করতেই আমরা রাজ্যের প্রশাসনিক আধিকারিক, সংস্থাগুলির সঙ্গে আলোচনা করছি। আগামীকাল আমরা মহারাষ্ট্রে যাবো। সেখানের পরিস্থিতি খতিয়ে দেখবো এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আলোচনা করে নির্বাচনী নির্ঘন্ট চুড়ান্ত করব। আমরা চাই প্রতিটি দল যাতে সমানভাবে প্রচার চালাতে পারে। পাশাপাশি কারোর বিরুদ্ধে কোনও অভিযোগ উঠলে যেন নিরপেক্ষ তদন্ত হয়"।