Captain Anshuman Singh Wife: শহিদ ক্যাপ্টেনের স্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য,পুলিশের দ্বারস্থ জাতীয় মহিলা কমিশন

২০২৩ সালের ১৯ জুলাই সিয়াচেন হিমবাহের কাছে সেনা ক্যাম্পে আগুন লাগে। সেই অগ্নিকাণ্ডে ঝাঁপিয়ে পড়ে সহকর্মীদের প্রাণ বাঁচান ক্যাপ্টেন অংশুমান সিং। তবে সহকর্মীদের রক্ষা করতে পারলেও, অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর।

নয়াদিল্লিঃ সম্প্রতি শহিদ ক্যাপ্টেন অংশুমান সিংকে (Captain Anshuman Singh) মরণোত্তর কীর্তি সম্মানে ভূষিত করেছে কেন্দ্র। স্বামীর হয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) হাত থেকে সে পুরস্কার গ্রহণ করেন তাঁর স্ত্রী স্মৃতি সিং (Smriti Singh)। গোটা দেশের কাছে গর্বের সঙ্গে তুলে ধরেন স্বামীর প্রতিভা এবং বীরত্বের কথা। ভাগ করে নেনে স্বামীর স্বপ্নের কথাও। সোশ্যাল মিডিয়ায় (Social Media) হু হু করে ভাইরাল (Viral) হয় সেই ভিডিয়ো। এই ভিডিয়ো দেখে চোখের জল ধরে রাখতে পারেননি অনেকেই। সহমর্মিতা জানিয়ে স্মৃতি সিং-এর পাশে দাঁড়িয়েছে গোটা দেশ। কিন্তু এর মাঝেই তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অশালীন মন্তব্য করেছেন আহমেদ কে নামক এক ব্যক্তি। আর এ বার এই ঘটনায় হস্তক্ষেপ করল জাতীয় মহিলা কমিশন। শহিদের স্ত্রীকে নিয়ে এমন লজ্জাজনক মন্তব্যের তীব্র সমালোচনা করে দিল্লি পুলিশের কাছে অভিযুক্তর বিরুদ্ধে অবিলম্বে কড়া পদক্ষেপের আর্জি জানাল জাতীয় মহিলা কমিশন। মহিলা কমিশনের তরফে জানানো হয়েছে, 'কীর্তি চক্রপ্রাপ্ত ক্য়াপ্টেন অংশুমান সিংয়ের বিধবা স্ত্রীর প্রতি কুরুচিকর মন্তব্য করেছেন দিল্লির আহমেদ কে নামক এক ব্যক্তি। ভারতীয় ন্যয় সংহিত ২০২৩-র ৭৯ ধারা এবং তথ্য প্রযুক্তি আইনের ৬৭ ধারা লঙ্ঘন করেছে এই মন্তব্য। জাতীয় মহিলা কমিশন এই আচরণের তীব্র নিন্দা করে। ওই ব্য়ক্তির অবিলম্বে গ্রেফতারি ও তিনদিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার দাবি করা হচ্ছে।' প্রসঙ্গত, ২০২৩ সালের ১৯ জুলাই সিয়াচেন হিমবাহের কাছে সেনা ক্যাম্পে আগুন লাগে। সেই অগ্নিকাণ্ডে ঝাঁপিয়ে পড়ে সহকর্মীদের প্রাণ বাঁচান ক্যাপ্টেন অংশুমান সিং। তবে সহকর্মীদের রক্ষা করতে পারলেও,  অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর।