IPL Auction 2025 Live

Boat Capsizes In J&K: ঝিলম নদীতে ভয়াবহ নৌকাডুবি, ৪ জনের মৃত্যু? চলছে জোরদার তল্লাশি

সূত্রের খবর অনুযায়ী, ঝিলম নদীতে নৌকাডুবির ঘটনায় ২০ জনের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। যদিও প্রশাসনর তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। পাশাপাশি মৃতরা কোথাকার বাসিন্দা, সে বিষয়েও কোনও খোঁজ মেলেনি।

Boat Capsize In Jhelum River (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ১৬ এপ্রিল: মঙ্গলবার সকালে জম্মু কাশ্মীরের ঝিলম নদীতে (Jhelum River) নৌকাডুবির (Boat Capsize) ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) গান্ডেরওয়ালের কাছে ঝিলম নদীতে আজ এক যৌত্রীবোঝাই নৌকা ডুবে যায়। যার জেরে বেশ কিছু মানুষ নিখোঁজ বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই সেখানে বিপর্যয় মোকাবিলাকারী দল এবং প্রশাসনের কর্তাব্যক্তিরা হাজির হন। জোর কদমে শুরু হয়েছে তল্লাশি। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজদের খোঁজ মিলতে শুরু করেছে ক্রমশ। প্রসঙ্গত, ঝিলম নদীতে যে নৌকাটি ডুবে যায়, সেখানে বহু পড়ুয়া ছিল।

সূত্রের খবর অনুযায়ী, ঝিলম নদীতে নৌকাডুবির ঘটনায় ২০ জনের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। যদিও প্রশাসনর তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। পাশাপাশি মৃতরা কোথাকার বাসিন্দা, সে বিষয়েও কোনও খোঁজ মেলেনি।

আরও পড়ুন:  Boat Capsizes In J&K: ছাত্র ভর্তি নৌকাডুবি ঝিলম নদীতে, বেশ কয়েকজনের নিখোঁজের আশঙ্কা

দেখুন ঝিলম নদীতে কীভাবে চলছে তল্লাশি অভিযান...

 

ঝিলমে ৪ জনের মৃত্যুর খবরের পাশাপাশি ৩ জন আহত বলে জানা যাচ্ছে। আহতদের শ্রীনগরের একটি হাসপাতালে চিকিৎসা চলছে।

দেখুন ভিডিয়ো...