Rahul Gandhi:হরিয়ানায় জয়ের হ্যাটট্রিক বিজেপির, খোঁচা দিয়ে রাহুল গান্ধীকে জিলিপি পাঠাল গেরুয়া শিবির

হরিয়ানায় নির্বাচনী প্রচারে গিয়ে হরিয়ানার জিলিপি ব্যবসায়ীদের জন্য উদ্বেগ প্রকাশ করেন কংগ্রেস যুবরাজ। কেন্দ্রের জিএসটির কোপে লাভের মুখ দেখতে পাচ্ছেন না জিলিপি ব্যবসায়ীরা এমনটাই দাবি করেন তিনি।

রাহুল গান্ধী, জিলিপি (ছবিঃANI, Wikimedia Commons)

নয়াদিল্লিঃ হরিয়ানায়(Haryana) তৃতীয়বারের মতো সরকার গড়তে চলেছে বিজেপি(BJP)। সোমে ফলাফল প্রকাশের পরই আনন্দ বাধ মানছে না বিজেপি শিবিরে। অন্যদিকে হারের হ্যাটট্রিক হজম করতে হচ্ছে কংগ্রেসকে(Congress)। প্রাথমিক গণনায় এগিয়ে থেকে কীভাবে শেষে বদলে গেল ফল তা নিয়ে সন্দিহান কংগ্রেস। এই যুক্তি খাঁড়া করে জাতীয় নির্বাচন কমিশনে চিঠিও দিয়েছে কংগ্রেস শিবির। অন্যদিকে এই দুর্দিনে কংগ্রেসকে খোঁচা দিতে কোনওরকম সুযোগ হাতছাড়া করছে না বিজেপি। জয়ের হ্যাটট্রিক করে রাহুল গান্ধীকে(Rahul Gandhi) জিলিপি(Jalebi) পাঠাল বিজেপি। সোমবার গণনা শুরুতে পাল্লা ভারী ছিল কংগ্রেসের। তবে বেলা গড়াতে ক্রমশ বদলে যায় দৃশ্য। তৃতীয়বারের মতো হরিয়ানার মসনদে বসে বিজেপি। এরপরই কংগ্রেসের সদর দফতরে রাহুলের জন্য অনলাইন অর্ডারের মাধ্যমে জিলিপি পাঠানো হয় বিজেপির তরফে। সোশ্যাল মিডিয়া এক্সে সেই অর্ডারের ছবিও প্রকাশ করা হয়। প্রসঙ্গত, হরিয়ানায় নির্বাচনী প্রচারে গিয়ে হরিয়ানার জিলিপি ব্যবসায়ীদের জন্য উদ্বেগ প্রকাশ করেন কংগ্রেস যুবরাজ। কেন্দ্রের জিএসটির কোপে লাভের মুখ দেখতে পাচ্ছেন না জিলিপি ব্যবসায়ীরা এমনটাই দাবি করেন তিনি। সেই সময় পাল্টা বিজেপি কটাক্ষের সুরে বলে, রাহুল গান্ধী আসলে জানেনেই না কীভাবে জিলিপি তৈরি করতে হয়। তাই এ বার ভোটের ফল প্রকাশ হতেই খোঁচা দিয়ে রাহুলকে জিলিপি পাঠাল বিজেপি তা স্পষ্ট।

খোঁচা দিয়ে রাহুল গান্ধীকে জিলিপি পাঠাল গেরুয়া শিবির