JP Nadda: জানুয়ারিতে বিজেপির শীর্ষ নেতৃত্বের বৈঠক, বাড়বে কি সভাপতি নাড্ডার মেয়াদ!
আগামী মাসে দিল্লিতে বসতে চলেছে বিজেপির জাতীয় কার্যকরী সমিতির (National Executive Meeting) বৈঠক।
আগামী মাসে দিল্লিতে বসতে চলেছে বিজেপির জাতীয় কার্যকরী সমিতির (National Executive Meeting) বৈঠক। নরেন্দ্র মোদী-অমিত শাহ সহ বিজেপির শীর্ষ নেতাদের এই বৈঠকের পরেই ২০২৪ লোকসভা ভোটের জোরদার প্রস্তুতিতে নেমে পড়বে পদ্মশিবির। এই বৈঠকে ঠিক হয়ে যাবে ২০২৪ পর্যন্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে জেপি নাড্ডা থেকে যাচ্ছেন। জানুয়ারিতে নাড্ডার সভাপতি পদে থাকার মেয়াদ শেষ হচ্ছে। অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ায় বিজেপির সর্বোচ্চ পদে নাড্ডাকে তিন বছরের জন্য আনা হয়েছিল। বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই ২০২০ সালে নাড্ডাকে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি করা হয়েছিল।
লোকসভা ভোটের কথা মাথায় রেখে সব ধরনের সাংগঠিনক নির্বাচনও পিছিয়ে দেওয়া হবে। ২০২৪ সালের মে-জুনের পর লোকসভা ভোট মিটলে বিজেপি-র সাংগঠনিক নির্বাচন হবে। ততদিন নাড্ডার আসন নিশ্চিতই থাকছে। আরও পড়ুন-সোপিয়ানে সেনা অভিযানে নিকেশ তিন লস্কর জঙ্গি, উদ্ধার একে ৪৭ ও পিস্তল
নাড্ডা নিজের রাজ্যে হিমাচল প্রদেশে হারলেও তাঁর ওপর মোদী-শাহর আস্থা অটুট আছে। বিজেপি-তে এখন যেটা শেষ কথা। আরএসএস-র সঙ্গে নাড্ডার সম্পর্ক বেশ ভাল। নরেন্দ্র মোদীর আস্থাভজন, অমিত শাহ-র কথা শুনে চলা মানুষ। তাই নাড্ডাকে এখন সরানোর কথা ভাবাই হয়নি। আগামী বছর লোকসভা ভোটের আগে বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন। বিজেপি-র সামনে চ্যালেঞ্জ কর্ণাটক ও মধ্যপ্রদেশে ক্ষমতা ধরে রাখার। দুটি রাজ্যেই বিজেপির সরকার বেশ চাপে। পাশাপাশি কংগ্রেসের দখলে থাকা ছত্তিশগড় ও রাজস্থান ছিনিয়ে নেওয়ার চ্যালেঞ্জও থাকছে। ত্রিপুরা সহ উত্তর-পূর্ব ভারতে ভাল ফল করতে হবে বিজেপি। ২০২৩ বিধানসভা নির্বাচনে খারাপ ফল হলে তার বড় প্রভাব লোকসভা ভোটে পড়বে। মোদীর সিংহাসন বাঁচাতে মরিয়া বিজেপি তাই আর নিজেদের সংগঠনে রদবদল না করে প্রচারে ঝাঁপাতে চাইছে।