Bhopal Shocker: পাঁচ বছরের বোবা-কালা শিশুকে ধর্ষণের অভিযোগ, ধৃত ৬০ বছরের প্রতিবেশী

পাঁচ বছরের বোবা ও কালা এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে ধরা পড়ল ৬০ বছরের এক প্রতিবেশী। পাশবিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালের কোলা এলাকায়।

Raped (representationla image)

ভোপাল: পাঁচ বছরের বোবা ও কালা  (Deaf and Mute) এক শিশুকন্যাকে ধর্ষণের (rape) অভিযোগে ধরা পড়ল ৬০ বছরের এক প্রতিবেশী (Neighbour)। পাশবিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালের কোলার (Kolar) এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার শিশুকন্যাটির মা বাড়িতে ছিল না। সেই সুযোগে পাঁচ বছরের ওই শিশুকে ধর্ষণ করে তাদের ৬০ বছরের প্রতিবেশী। পরে মেয়েটির মা বাড়িতে এসে তার গোপনাঙ্গ দিয়ে রক্ত বেরোতে দেখে সব ঘটনা জানতে চান। মেয়েটি পুরো ঘটনা বলার পর তার মা গিয়ে স্থানীয় পুলিশ থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে ভোপাল পৌরনিগম, জেলা প্রশাসন ও কোলার পুলিশ অভিযুক্তের নামে ভারতীয় দণ্ডবিধি ও পকসো আইনের একাধিক ধারায় মামলা দায়ের করে ও অভিযুক্তকে গ্রেফতার করে। পাশাপাশি অভিযুক্তের অবৈধভাবে তৈরি বাড়িও ভেঙে দেয়।

এপ্রসঙ্গে কোলার থানার ভারপ্রাপ্ত অধিকারিক চন্দ্রকান্ত প্যাটেল জানান, ওই মেয়েটির মা চিৎকার চেঁচামেচি করলেও প্রতিবেশীরা ছুঁটে এসে অভিযুক্তকে বেধড়ক পিটিয়ে পুলিশের হাতে তুলে দেয়। নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের নামে একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।