Bharat Jodo Yatra: কাশ্মীরে নিরাপত্তায় খামতির অভিযোগ, বন্ধ রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা
কংগ্রেসের অভিযোগ, ভারত জোড়ো যাত্রার জন্য উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা হয়নি। সবকিছু জেনেও রাহুলের যাত্রায় নিরাপত্তার ঘাটতি ছিল। ফলে যতক্ষণ না পর্যন্ত ভারত জোড়ো যাত্রার জন্য উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে, ততক্ষণ তা শুরু হবে না বলে স্পষ্ট জানানো হয় কংগ্রেসের তরফে।
শ্রীনগর, ২৭ জানুয়ারি: জম্মু কাশ্মীরের (Jammu And Kashmir) বেনিহালে ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) বেশ খানিক্ষণের জন্য বন্ধ করে দিল কংগ্রেস। জম্মু কাশ্মীরে ভারত জোড়ো যাত্রা প্রবেশের পর সেখানে রাহুল গান্ধীর (Rahul Gandhi) নিরাপত্তায় ঘাটতি রয়েছে। কে সি বেণুগোপালের এই দাবির পর জম্মু কাশ্মীরের বেনিহালে বন্ধ করে দেওয়া হয় রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা। এরপর রাহুল গান্ধীকে নিরাপত্তার ঘেরাটোপে মোড়া গাড়িতে তুলে দেওয়া হয়। কংগ্রেসের অভিযোগ, ভারত জোড়ো যাত্রার জন্য উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা হয়নি। সবকিছু জেনেও রাহুলের যাত্রায় নিরাপত্তার ঘাটতি ছিল। ফলে যতক্ষণ না পর্যন্ত ভারত জোড়ো যাত্রার জন্য উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে, ততক্ষণ তা শুরু হবে না বলে স্পষ্ট জানানো হয় কংগ্রেসের তরফে।
কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল বলেন, নিরাপত্তায় ঘাটতি থাকা সত্ত্বেও, তাঁরা কোনওভাবে রাহুল গান্ধীকে ভারত জোড়ো যাত্রা করতে দিতে পারেন না। নিরাপত্তা আধিকারিকরা আসুন এবং কথা বলুন। তা না হলে, কোনওভাবেই রাহুল গান্ধীকে ভারত জোড়ো যাত্রা তাঁরা করতে দেবেন না বলে স্পষ্ট জানান কে সি বেণুগোপাল।
প্রসঙ্গত, কাশ্মীরে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা প্রবেশের পর রাহুল গান্ধীর সঙ্গে যোগ দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এরপরই নিরাপত্তায় ঘাটতি থাকার অভিযোগে বন্ধ করে দেওয়া হয় ভারত জোড়ো যাত্রা।