Bangladesh Flood: ‘জানিয়েই জল ছাড়া হয়েছে’ বাংলাদেশের বন্যা নিয়ে সাফ বার্তা ভারত সরকারের
এমনও খবর দেখা গিয়েছে যেখানে বলা হয়েছে ফরাক্কা ব্যারেজের(Farakka Barrage) ১০৯টি গেটের সবগুলিই খুলে দেওয়ার কারণে ভাসছে বাংলাদেশ । এ বার এসব কথার জবাব দিল ভারত সরকার।
নয়াদিল্লিঃ প্রবল বৃষ্টিতে(Heavy Rain) বিপর্যস্ত বাংলাদেশ(Bangladesh)। জলের তলায় ওপার বাংলার বিস্তীর্ণ এলাকা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গোমতীর(Gomati) জল বা ফরাক্কার(Farakka) জলে বাংলাদেশ প্লাবিত বলে বেশকিছু খবর ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়(Social Media)। এমনও খবর দেখা গিয়েছে যেখানে বলা হয়েছে ফরাক্কা ব্যারেজের(Farakka Barrage) ১০৯টি গেটের সবগুলিই খুলে দেওয়ার কারণে ভাসছে বাংলাদেশ । এ বার এসব কথার জবাব দিল ভারত সরকার। সাফ জানানো হল, জানিয়েই জল ছাড়া হয়েছে। একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, "বেশকিছু ভুয়ো খবর এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। যেখানে দাবি করা হয়েছে ফরাক্কা ব্যারাজ থেকে ১১ লক্ষ কিউসেক জল গঙ্গায় বা পদ্মায় ছাড়া হয়েছে। কিন্তু এটা প্রতি বছরই হয়। বর্ষায় জলস্তর বেড়ে যায়। ফরাক্কা ড্যাম নয়, ব্যারাজ। নির্দিষ্ট স্তরের পর জল বয়ে যাবে সেটাই স্বাভাবিক।প্রতিবারের মতো এবারও নিয়ম মেনে জয়েন্ট রিভার কমিশনের বাংলাদেশের আধিকারিকের সঙ্গে তথ্য ভাগত করেই সমস্তটা করা হয়।"
ভারত সরকারের প্রেস বিজ্ঞপ্তি