IPL Auction 2025 Live

Vinesh Phogat: যৌন হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদের কঠিন সময়ে হতাশায় দেশ ছাড়ার কথা ভেবেছিলেন, রুখেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী, দাবি বিনেশ ফোগাতের

যৌন হেনস্থা কাণ্ডে কুস্তি কর্তা তথা তৎকালীন বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং-য়ের বিরুদ্ধে প্রতিবাদের সময় লাঠির আঘাত খেয়ে হতাশায় দেশ ছাড়ার কথা ভেবেছিলেন।

Vinesh Phogat (Photo Credit: @Mokshit_INC/ X)

ঝিন্দ, ৮ সেপ্টেম্বর:  যৌন হেনস্থা কাণ্ডে কুস্তি কর্তা তথা তৎকালীন বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং (Brij Bhushan Sharan Singh)-য়ের বিরুদ্ধে প্রতিবাদের সময় লাঠির আঘাত খেয়ে হতাশায় দেশ ছাড়ার কথা ভেবেছিলেন। এমন কথাই জানালেন তারকা কুস্তিগীর বিনেশ ফোগাত (Vinesh Phogat)। সদ্য কংগ্রেসে যোগ দিয়ে হরিয়ানা বিধানসভায় প্রার্থী হয়েছেন বিনেশ । তিনটি কমনওয়েলথে গেমস, এশিয়ান গেমস, এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনার পাশাপাশি কুস্তির দুটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছেন বিনেশ। ১০০ গ্রাম ওজন বেশী হয়ে যাওয়ায় প্যারিস অলিম্পিকে ৫০ কেজি ফ্রি-স্টাইল কুস্তির ফাইনালে উঠেও দুর্ভাগ্যজনকভাবে পদক হাতছাড়া হয় হরিয়ানার দঙ্গল গার্লের।

ব্রিজভূষণের বিরুদ্ধে আন্দোলনের সময় বিশ্বাস হারিয়ে দেশছাড়ার সিদ্ধান্ত নিতে যাওয়ার সেই কঠিন সময়ে প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা তাকে সাহস জুগিয়ে ছিলেন বলে বিনেশ জানালেন। দঙ্গল গার্ল জানালেন, প্রিয়াঙ্কা সেই সময় তাঁকে বলেছিলেন, "নিজের ওপর বিশ্বাস হারিও না, সাহস হারিও না, যাদের জন্য তোমার এত হতাশা সেইসব মানুষদের কুস্তিতে জিতে জবাব দাও।" এমন কথাই ঝিন্দের এক নির্বাচনী সভায় দাবি করলেন বিনেশ।

প্রসঙ্গত, কুস্তি ফেডারেশনের প্রধান তথা ইউপি-র দাপুটে বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে বেশ কয়েকবছর তরুণী কুস্তিগীর যৌন হেনস্থা করেছিলেন, এই অভিযোগ করে আন্দোলনে বসেছিলেন সাক্ষী মালিক, বিনেশ ফোগাত সহ দেশের তারকা কুস্তিগীররা। সেই আন্দোলনে একটা সময় পুলিশ লাঠিও চালায়। পুলিশের লাঠির আঘাতে দিল্লির রাজপথে লুটিয়ে পড়েছিলেন অলিম্পিক পদক জয়ী সাক্ষী মালিক, বিশ্বসেরা কুস্তিগীর বিনেশ ফোগাত-রা। ব্রিজভূষণের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার বিচার চেয়ে লাঠির আঠাত মেলায় হতাশ হয়ে দেশছাড়ার কথা ভেবেছিলেন বলে জানালেন বিনেশ ফোগাত।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীকে বিনেশ ভোগাতের বিরুদ্ধে ভোটে লড়ার চ্যালেঞ্জ বজরং পুনিয়ার 

দেখুন কী বললেন বিনেশ ফোগাত

প্যারিস অলিম্পিকে দুর্ভাগ্যজনকভাবে নিশ্চিত পদক হাতছাড়া করে দেশে ফিরে  বিনেশ ফোগাত কংগ্রেসে যোগ দিয়ে এবার ভোটের ময়দানে। আগামী ৫ অক্টোবর হতে চলা হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে জুলানা কেন্দ্র থেকে লড়বেন তারকা কুস্তিগীর বিনেশ।