Punjab: বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারত হারতেই পঞ্জাবে ১০ কাশ্মীরি ছাত্রকে মারধর

টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) পাকিস্তানের (Pakistan) কাছে ভারত (India) হারার পরেই পঞ্জাবে (Punjab) আক্রান্ত ১০ কাশ্মীরি ছাত্র (Kashmiri Students)। পঞ্জাবের দুটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেন তাঁরা। অভিযোগ, পাকিস্তানের কাছে ১০ উইকেটে ভারত হেরে যাওয়ার পরেই তাঁদের উপরে আক্রমণ নেমে আসে। ক্রিকেটে ভারতের হারের বদলা নিতে মারধর করা হয়। এছাডা়ও হোস্টেলের ঘর ভাঙচুর করা হয়। পুলিশ জানিয়েছে, মারধরের প্রথম ঘটনাটি ঘটেছে সাঙ্গরুর শহর লাগোয়া ভাই গুরদাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে মোহালির খাররের রায়ত বাহরত বিশ্ববিদ্যালয়ে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

10 Kashmiri students in Punjab face assault (Photo: IANS)

চণ্ডীগড়, ২৫ অক্টোবর: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) পাকিস্তানের (Pakistan) কাছে ভারত (India) হারার পরেই পঞ্জাবে (Punjab) আক্রান্ত ১০ কাশ্মীরি ছাত্র (Kashmiri Students)। পঞ্জাবের দুটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেন তাঁরা। অভিযোগ, পাকিস্তানের কাছে ১০ উইকেটে ভারত হেরে যাওয়ার পরেই তাঁদের উপরে আক্রমণ নেমে আসে। ক্রিকেটে ভারতের হারের বদলা নিতে মারধর করা হয়। এছাডা়ও হোস্টেলের ঘর ভাঙচুর করা হয়। পুলিশ জানিয়েছে, মারধরের প্রথম ঘটনাটি ঘটেছে সাঙ্গরুর শহর লাগোয়া ভাই গুরদাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে মোহালির খাররের রায়ত বাহরত বিশ্ববিদ্যালয়ে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

ভাই গুরদাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজের ৬ ছাত্রের অভিযোগ, উত্তরপ্রদেশ ও বিহারের বাসিন্দা অন্য ছাত্ররা তাঁদের ঘরে ঢুকে মারধর শুরু করে ভারতের হারের বদলা নিতে। হোস্টেলের কর্মীদের জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এক ছাত্রের ফেসবুকে লাইভ-স্ট্রিমিংয়ে দেখা গিয়েছে, রড ও লাঠি দিয়ে হামলা করা হচ্ছিল। ছাত্ররা আরও জানিয়েছে যে স্থানীয় পাঞ্জাবি ছাত্ররা আক্রমণ থেকে বাঁচানোর চেষ্টা করেছিল তাঁদের। আরও পড়ুন: UP CM Presents 'Lord Buddha's Idol To PM Modi: মোদি’কে বুদ্ধমূর্তি উপহার যোগীর (দেখুন ছবি)

জম্মু ও কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনর জাতীয় মুখপাত্র নাসির খুয়েহামি এই ঘটনার নিন্দা করে টুইটে লিখেছেন, "কাশ্মীরি ছাত্ররা আমাকে জানিয়েছেন যে স্থানীয়রা এবং অন্য পাঞ্জাবি ছাত্ররা তাঁদের উদ্ধার করেছে। বিহার, উত্তরপ্রদেশ এবং হরিয়ানার ছাত্ররা তাঁদের ঘরে ঢুকে মারধর করেছিল এবং তাণ্ডব চালিয়েছিল।"