Anant-Radhika Wedding: লন্ডনে অনন্ত-রাধিকার 'আফটার ম্যারেজ পার্টি', ২ মাসের জন্য সাত তারা হোটেল বুক করলেন মুকেশ আম্বানি
বিদেশে অনন্ত-রাধিকার বিবাহ উদযাপনে মাতবেন আম্বানিরা। লন্ডনে বসবে 'আফটার ম্যারেজ পার্টি'-এর আসর। সেই উপলক্ষে টানা ২ মাসের জন্য বুক করা হয়েছে লন্ডনের বিখ্যাত সাত তারা হোটেল 'স্টোক পার্ক।'
'শেষ হয়েও, হইল না শেষ',এখনও চলছে মুকেশ আম্বানির (Mukesh Ambani) পুত্র অনন্ত আম্বানি (Anant Ambani) এবং রাধিকা মার্চেন্টের (Radhika Merchant)বিয়ের অনুষ্ঠান। মুম্বইয়ের (Mumbai) বুকে ধুমধাম করে ছেলের বিয়ে দিয়েছেন মুকেশ এবং নীতা আম্বানি(Nita Ambani)। দেশ-বিদেশের তারকাদের উপস্থিতি থেকে শুরু করে সাজসজ্জা,খাবার-দাবার ছেলের বিয়ের ব্যবস্থাপনায় কোনও ত্রুটি রাখেননি মুকেশ। এক কথায় গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন বলা চলে। মুম্বই জুড়ে টানা কয়েকদিন ধরে চলেছে এই 'বিগ ফ্যাট ওয়েডিং'-এর উদযাপন। আম্বানিদের ছেলের বিয়েকে ঘিরে যেন উৎসবের মেজাজে পাওয়া গিয়েছিল মুম্বইকে। সোশ্যাল মিডিয়ার দেওয়ালে ঘোরাফেরা করেছে অনন্ত-রাধিকার বিয়ের নানা ঝলক। এ তো গেল দেশের পালা। এ বার বিদেশে অনন্ত-রাধিকার বিবাহ উদযাপনে মাতবেন আম্বানিরা। লন্ডনে বসবে 'আফটার ম্যারেজ পার্টি'-এর আসর। সেই উপলক্ষে টানা ২ মাসের জন্য বুক করা হয়েছে লন্ডনের বিখ্যাত সাত তারা হোটেল 'স্টোক পার্ক।' বিদেশি এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই পার্টিতে উপস্থিত থাকতে পারেন প্রিন্স হ্যারি এবং যুক্তরাজ্যের প্রাক্তন প্রেসিডেন্ট বরিস জনসন। প্রসঙ্গত, ২০২১ সালে ৫৭ মিলিয়ন পাউন্ডের পরিবর্তে লন্ডনের এই স্টোক পার্ক হোটেলটি অধিগ্রহণ করে আম্বানিদের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।