NABARD Foundation Day: নাবার্ড-এর প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রাখছেন অমিত শাহ, দেখুন ভিডিয়ো

বুধবার উদযাপিত হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বা নাবার্ড-এর ৪২তম প্রতিষ্ঠা দিবস। দিল্লিতে আয়োজিত নাবার্ড-এর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Photo Credits: ANI

নয়াদিল্লি: বুধবার উদযাপিত হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (National Bank for Agriculture and Rural Development) বা নাবার্ড-এর ৪২তম প্রতিষ্ঠা দিবস। দিল্লিতে আয়োজিত নাবার্ড (NABARD)-এর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে (Foundation Day Event) বক্তব্য রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। দেশের কৃষি ব্যবস্থায় নাবার্ড-এর ভূমিকা সম্পর্কে বলতে গিয়ে এই সংস্থার ভূয়সী প্রশংসা করেন।

দেখুন ভিডিয়ো:

অতীতের সঙ্গে বর্তমানের তুলনা করে তিনি বলেন, "১৯৮২ সালে কৃষি অর্থায়নে (agricultural finance) স্বল্পমেয়াদী ঋণ (short-term credit) ছিল মাত্র ৮৯৬ কোটি টাকা। আজকে সেটা ১.৫৮ লক্ষ কোটিতে গিয়ে পৌঁছেছে। এর পাশাপাশি যদি আমরা দীর্ঘমেয়াদী ঋণের (long-term loans) দিকে তাকাই তাহলে দেখতে পাব সেই সময়ে ছিল এক কোটি টাকা। আজকের দীর্ঘমেয়াদী ঋণের পরিমাণ ২৩০০ কোটি টাকা।" আরও পড়ুন: Water Level In Yamuna River: বাড়ছে যমুনার জলস্তর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন অরবিন্দ কেজরিওয়াল (See Tweet)

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now