Political Earthquakes: আগামী ১৫ দিনে মহারাষ্ট্র রাজনীতিতে দুটি বড় ভূমিকম্প হবে! দাবি শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলের

শরদ পাওয়ার ভাগ্নে তথা এনসিপি-র অঘোষিত নম্বর টু অজিত পাওয়ারের দলত্যাগ করে বিজেপিতে যোগদান নিয়ে জোর জল্পনা চলছে।

Supriya Sule. (Photo Credits: Twitter)

শরদ পাওয়ার ভাগ্নে তথা এনসিপি-র অঘোষিত নম্বর টু অজিত পাওয়ারের দলত্যাগ করে বিজেপিতে যোগদান নিয়ে জোর জল্পনা চলছে। এরই মাঝে শরদ পাওয়ারের মেয়ে তথা এনসিপি সাংসদ সুপ্রিয় সুলে বড় দাবি করলেন। এনসিপি-র শীর্ষ নেত্রী সুপ্রিয়া সুলে বললেন, "আগামী দিন পনেরোর মধ্যে মহারাষ্ট্রে রাজনীতিতে বড় দুটি ভূমিকম্প হতে চলেছে। তার মধ্যে একটা কম্পন হবে দিল্লিতে আর একটা মহারাষ্ট্রে। তারপর জানাবেন বিস্ফোরণ কাকে বলে।"

এই দুটি কম্পনের মধ্যে একটা অজিত পাওয়ারের বিজেপি-তে যোগ হিসেবে ধরে নিচ্ছেন সবাই। কিন্তু বাকি কম্পনটা কিসের ইঙ্গিত করলেন শরদ পাওয়ার কন্যা সুপ্রিয়া! তা নিয়ে জল্পনা চলছে। তাঁকে নিয়ে চলা জল্পনা ওড়ালেও অজিত পাওয়ার কিন্তু একবারও অস্বীকার করছেন তা নিয়ে বিজেপিতে যাচ্ছেন না। আরও পড়ুন-আতিক আহমেদের স্ত্রী পারভিনকে গ্রেফতার করা হবে, জানাল পুলিশ

২০১৯ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজ্য রাজনীতিতে একের পর এক ভূমিকম্প হয়েই চলেছে। কখনও সেটা শিবসেনার বিজেপি ছেড়ে মহাআঘড়ি সরকার গড়া, তো উদ্ধভ ঠাকরের মুখ্যমন্ত্রী হওয়া, একনাথ শিন্ডের বিদ্রোহে শিবসেনা ভাগ হয়ে যাওয়া, বিজেপি-র সমর্থন একনাথ শিন্ডের মুখ্যমন্ত্রী হওয়া, উদ্ধভ ঠাকরের একের পর এক ক্ষমতা হারাতে থাকা। মহারাষ্ট্র রাজনীতি মানেই এখন নিয়িমত কম্পন আর বিস্ফোরণ।