ISIS-এর হয়ে কাজ করার অভিযোগ, NIA-এর হাতে গ্রেফতার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া

কুখ্যাত জঙ্গি সংগঠন আইএসআইএসের হয়ে কাজ করার অভিযোগে বৃহস্পতিবার উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ১৯ বছর বয়সী ওই ছাত্রের নাম ফাইজান আনসারি ওরফে ফাইজ।

ফাইল ফটো

আলিগড়: কুখ্যাত জঙ্গি সংগঠন আইএসআইএসের (ISIS) হয়ে কাজ করার অভিযোগে বৃহস্পতিবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (Aligarh Muslim University) এক ছাত্রকে (student) গ্রেফতার (arrests) করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। ১৯ বছর বয়সী ওই ছাত্রের নাম ফাইজান আনসারি ওরফে ফাইজ।

এনআইএ সূত্রে জানা গেছে, ভারতে লুকিয়ে থাকা আইএসআইএসের সদস্যদের গ্রেফতারের জন্য দেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। ফাইজান আনসারির ঝাড়খণ্ডের (Jharkhand) বাড়ি ও উত্তরপ্রদেশে থাকা ভাড়া বাড়িতে তল্লাশি চালানোর পর তাকে গ্রেফতার করে এনআইএ। বুধবার ভারতীয় দণ্ডবিধি ও আনলফুল অ্যাক্টিভিটিস (প্রিভেনশন) অ্যাক্টের একাধিক দায়ের একটি মামলা দায়ের করে এনআইএ। তারপরই আনসারিকে নিজেদের হেফাজতে নেয় তারা।

গত রবিবার ও সোমবার ঝাড়খণ্ডের লোহারডাগা (Lohardaga) জেলায় থাকা ফাইজের বাড়ি ও উত্তরপ্রদেশের আলিগড়ে থাকা ভাড়াবাড়িতে তল্লাশি চালায় এএনআই। তাতে একাধিক ইলেকট্রনিক ডিভাইস, অপরাধমূলক সরঞ্জাম ও কাগজপত্র বাজেয়াপ্ত করেছিল।

তদন্তকারীদের সূত্রে খবর, নিজের সহযোগী ও অন্যান্য অজ্ঞাত পরিচয়ের মানুষদের নিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারতে আইএসআইয়ের সমর্থনে অপরাধমূল কাজকর্ম করার ষড়যন্ত্র করছিল। এর পাশাপাশি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আইএসআইএসের মতাদর্শ প্রচার করত। এই ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য ছিল, আইএসআইএসের হয়ে ভারতের বিভিন্ন জায়গায় হিংসাত্মক সন্ত্রাসবাদী হামলা চালানো। আরও পড়ুন: Ranil Wickremesinghe: ২ দিনের সফরে ভারতে এলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংঘে, দেখুন ভিডিয়ো



@endif