Ajit Pawar vs Sharad Pawar 'নিজের পায়ে দাঁড়াতে শিখুন', নির্বাচনের আগে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা অজিত পাওয়ারের

আর তাতেই প্রতিবাদ জানায় শরদ পাওয়ারের এনসিপি। এতে ভোটারদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে এই দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন শরদ পাওয়ার।

অজিত পাওয়ার এবং শরদ পাওয়ার (ছবিঃANI)

নয়াদিল্লিঃ সামনেই মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন(Maharashtra Assembly Electio)। আর এই নির্বাচন আবহে সুপ্রিম কোর্টে(Supreme Court) বড় ধাক্কা অজিত পাওয়ারের(Ajit Pawar)। আসন্ন বিধানসভা নির্বাচনে একাই লড়তে হবে অজিতকে, ব্যবহার করা যাবে না শরদ পাওয়ারের(Sharad Pawar) ছবি বা ভিডিয়ো, সাফ জানাল সু্প্রিম কোর্ট। এই মামলায় বুধবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়,"বিধানসভা নির্বাচনে একা লড়তে হবে। এনসিপি দলের প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের কোনও কিছুই ব্যবহার করা চলবে না।" এদিন সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্যকান্ত এবং উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানিকালে বিচারপতি বলেন, "নিজের পায়ে দাঁড়াতে শিখুন।" প্রসঙ্গত, আসন্ন মহারাষ্ট্র নির্বাচনে অজিত পাওয়ার গোষ্ঠীকে 'ঘড়ি' চিহ্নকে প্রতীক হিসেবে দিয়েছিল নির্বাচন কমিশন। আর তাতেই প্রতিবাদ জানায় শরদ পাওয়ারের এনসিপি। এতে ভোটারদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে এই দাবি জানিয়ে আইনের দ্বারস্থ হন শরদ পাওয়ার। তবে 'ঘড়ি' প্রতীকে লড়াই করার অনুমতি দেওয়া হয় শরদ পাওয়ার গোষ্ঠীকে। তবে এক্ষেত্রে যাতে কোনওরকম বিভ্রান্তির সৃষ্টি না হয় তাও নিশ্চিত করার নির্দেশ দেয় আদালত। আজ সেই মামলারই দ্বিতীয় শুনানি ছিল আজ। পরবর্তী শুনানি ১৯ নভেম্বর।

নির্বাচনের আগে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা অজিত পাওয়ারের