Asaduddin Owaisi On Asad's Encounter: ধর্ম দেখে এনকাউন্টার করছে বিজেপি, ভিডিয়োতে দেখুন আরও কী অভিযোগ আসাদউদ্দিন ওয়েইসির
বিজেপি ধর্ম দেখে এনকাউন্টার করছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করলেন হায়দরাবাদের সাংসদ ও মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।
নিজামাবাদ: বিজেপি (BJP) ধর্ম (religion) দেখে এনকাউন্টার (encounter) করছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করলেন হায়দরাবাদের সাংসদ ও মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (AIMIM MP Asaduddin Owaisi)। বৃহস্পতিবার তেলাঙ্গানার নিজামাবাদে (Telangana's Nizamabad) একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই মারাত্মক মন্তব্যই করলেন আসাদউদ্দিন।
এপ্রসঙ্গে তিনি বলেন, 'জুনেদ (Junaid) ও নাসিরকে (Nasir) যারা মেরেছে বিজেপি কি তাদেরও গুলি (shoot) করে মারবে? না, এটা তারা করবে না। কারণ, বিজেপি ধর্ম (religion) দেখে এনকাউন্টার করে। তোমরা যদি আইন শাসনকে (rule of law) দুর্বল (weaken) করতে চায়। তাহলে সংবিধানের (Constitution) এনকাউন্টার (encounter) করো।' আরও পড়ুন: Accenture Job 2023: ১৯০০০ কর্মী ছাঁটাই করার পরে এবার একাধিক কাজের জন্য কর্মী নিয়োগ করছে অ্যাকসেঞ্চার