অস্ট্রেলিয়ায় ছুরিকাঘাতে গুরুতর জখম আগ্রার পড়ুয়া, পরিবারকে সাহায্যের আশ্বাস কেন্দ্রের

অস্ট্রেলিয়ার সিডনিতে পড়তে গিয়ে এক আততায়ীর ছুরিকাঘাতে গুরুতর জখম হলেন আগ্রার পড়ুয়া। এই পরিস্থিতিতে তাঁর পরিবারের পাশে দাঁড়িয়ে কনসুলার অ্যাসিস্টেনস দেওয়ার কথা ঘোষণা করল অস্ট্রেলিয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাস।

Representational Image (Photo Credit: Latestly.com)

সিডনি: অস্ট্রেলিয়ার সিডনিতে (Sydney) পড়তে গিয়ে এক আততায়ীর ছুরিকাঘাতে (stabbed) গুরুতর জখম হলেন আগ্রার পড়ুয়া। এই পরিস্থিতিতে তাঁর পরিবারের পাশে দাঁড়িয়ে কনসুলার অ্যাসিস্টেনস দেওয়ার কথা ঘোষণা করল অস্ট্রেলিয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাস (India Mission in Australia)। জখম ওই পড়ুয়ার নাম শুভম গর্গ (Shubham Garg)। বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে তাঁর অপারেশন হয়েছে। এখন তিনি কিছুটা স্থিতিশীল আছেন বলে জানা গেছে।

নয়াদিল্লিতে অবস্থিত অস্ট্রেলিয়ান দূতাবাসের (Australien High Commission) পক্ষ থেকে জানানো হয়েছে, সিডনিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ওই পড়ুয়াকে কনসুলার অ্যাসিস্টেনস (Consular assistance) দেওয়ার কথা জানানো হয়েছে। তাঁর পরিবারের একজন সদস্যকে সিডনি যাওয়ার জন্য তাৎক্ষণিক ভিসা দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার।

সিডনি পুলিশ সূত্রে জানা গেছে, ২৮ বছরের ওই পড়ুয়া ইউনিভার্সিটি অফ এনএসডব্লিউ-তে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট করছিলেন। গত ৬ অক্টোবর তিনি প্যাসিফিক হাইওয়ে দিয়ে একা একা নিজের ঘরে ফিরছিলেন। আচমকা আর্তামন এলাকায় তাঁর পিছন থেকে বারংবার ছুরি দিয়ে আঘাত করে ২৭ বছরের ড্যানিয়াল নরউড নামে এক যুবক। এর ফলে গর্গের মুখে, বুকে ও শরীরের নিচের অংশে একাধিক ক্ষতের সৃষ্টি হয়। বিষয়টি দেখতে পেয়ে তাঁরই এক প্রতিবেশী স্থানীয় রয়াল নর্থ শোর হসপিটালে ভর্তি করেন। পরে অভিযোগ পেয়ে নরউডকে গ্রেপ্তার করা হয়। তাকে জেরা করে এই ঘটনার কারণ জানার চেষ্টা চলছে।



@endif