Agnimitra Paul: ইন্ডিয়া জোট এবং বাংলায় ভোটসন্ত্রাস নিয়ে কংগ্রেস ও তৃণমূলকে একযোগ বিঁধলেন অগ্নিমিত্রা
লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) নির্ঘন্ট প্রকাশ নিয়ে বিরোধীতা শুরু করেছে বিরোধী শিবির। বিশেষ করে বাংলায় সাত দফায় ভোট করানো নিয়ে ঘোর আপত্তি রয়েছে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস এবং বামেদের। এই নিয়ে আইনজীবী তথা কংগ্রেস নেতা কপিল সিব্বলও (Kapil Sibbal) বিরোধীতা করেছেন। এই প্রসঙ্গে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) বলেছেন, কপিলজির কোনও মন্তব্য করার আগে ভোটের সময়ে বাংলা পরিদর্শন করা উচিত। এখানে যে কোনও নির্বাচনেই তৃণমূলের গুন্ডাবাহিনী সাধারণ মানুষদের ভোট দিতে না যেতে দেওয়ার ভয় দেখায়।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেস নেতা তথা আসানসোলের প্রার্থী শত্রুঘ্ন সিনহার ইন্ডিয়া জোট সমর্থনের মন্তব্যের কড়া সমালোচনা করলেন বিজেপি নেত্রী। তিনি বলেন, যদি শত্রুঘ্নজি ইন্ডিয়া জোটের সমর্থন করেন, তাহলে ওনার আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলা উচিত। কারণ ওনাদের দল এখনও জোট নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেননি। অন্যদের সঙ্গে আসন সমঝোতা করতে পারেনি তৃণমূল।
জোট নিয়ে কটাক্ষের সুরে অগ্নিমিত্রা বলেন, এই জোটটি শুধু দুর্নীতি থেকে বাঁচার জন্যই তৈরি হয়েছে। মমতাদি তাঁর পরিবারের দুর্নীতি বাঁচাতে চান, বিহারের লালুজি, উত্তরপ্রদেশে অখিলেশজি সকলেই তাঁদের পরিবারের দুর্নীতি লোকাতে ইন্ডিয়া জোট বানিয়েছেন।