India-China Border Dispute: লাদাখে সীমান্ত সমস্যা মেটাতে আজও আলোচনায় বসল ভারত ও চিন

লাদাখে সীমান্ত সমস্যা মেটাতে আজও আলোচনায় বসল ভারত (India) ও চিন (China)। কমান্ডার লেভেলে আলোচনার পর আজ মেজর জেনারেল লেভেলে (Major General-level) আলাচনা হয়। জানা গেছে, সমস্যা মেটাতে আগামী ১০ দিনে বিভিন্ন লেভেলে আলাচনা চালাবে দুই দেশ। সূত্রের খবর, আজকের আলোচনার ফলাফল নিয়ে কোনও কিছু এখনও পর্যন্ত জানা যায়নি।

Indian & Chinese Troops | Representational Image | (Photo Cr .. Read more at: https://www.latestly.com/world/china-india-reach-positive-consensus-over-easing-of-situation-along-border-beijing-1813530.html

নতুন দিল্লি, ১০ জুন: লাদাখে সীমান্ত সমস্যা মেটাতে আজও আলোচনায় বসল ভারত (India) ও চিন (China)। কমান্ডার লেভেলে আলোচনার পর আজ মেজর জেনারেল লেভেলে (Major General-level) আলাচনা হয়। জানা গেছে, সমস্যা মেটাতে আগামী ১০ দিনে বিভিন্ন লেভেলে আলাচনা চালাবে দুই দেশ। সূত্রের খবর, আজকের আলোচনার ফলাফল নিয়ে কোনও কিছু এখনও পর্যন্ত জানা যায়নি।

৬ জুন সীমান্ত সমস্যা মেটাতে কমান্ডার লেভেলে আলোচনা করে দুই দেশ। বৈঠকের পর গালওয়ান এলাকা, পেট্রোলিং পয়েন্ট ১৪, ১৫ ও হট স্প্রিং এলাকায় সংঘর্ষের কেন্দ্র থেকে আড়াই কিলোমিটার পিছিয়ে গিয়েছে চিনা সেনাবাহিনী। ওই সব এলাকা থেকে ফৌজ সরিয়েছে ভারতও। ফলে দুই দেশের মধ্যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। আরও পড়ুন: India-China Border Dispute: সীমান্ত সমস্যা নিয়ে চিন-ভারত ইতিবাচক ঐক্যমত্যে পৌঁছেছে: বেইজিং

কূটনীতিক এবং সামরিক কর্তাদের মধ্যে আলোচনার পর ভারত (India) ও চিন (China) সীমান্ত পরিস্থিতি আরও ভালো করার চেষ্টা করছে। আজ জানিয়েছে বেইজিং। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চুনাইং (Chinese foreign ministry spokesperson Hua Chunying) আজ এই মন্তব্য করেছেন। তবে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (LAC) সেনার সংখ্যা কমানোর বিষয়ে বিশদে কিছু জানাননি তিনি।