Taj Mahal Reopens: করোনার কাঁটায় ৬ মাস বন্ধ থাকার পর সোমবার পর্যটকদের জন্য খুলল তাজমহলের দরজা

করোনাভাইরাস লকডাউনের জেরে দীর্ঘ ৬ মাস বন্ধ থাকার পর আজ ২১ সেপ্টেম্বর সোমবার থেকে ফের পর্যটকদের জন্য খুলে গেল তাজমহল (Taj Mahal)। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পর্যটকদের ভ্রমণের জন্য কোভিড-১৯ গাইড লাইন অনুযায়ী প্রয়োজনীয় বন্দোবস্ত করে ফেলেছে। এমনিতেই আগ্রাতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৭০৬ জন। ১৭ শতকের তৈরি তাজমহল হল ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। প্রতিদিন সূর্যোদয়ের আধঘণ্টা আগে তাজমহলের দরজা খুলবে। বন্ধ হবে সূর্যাস্তের ঠিক আধঘণ্টা আগে। শুক্রবার কোনও পর্যটকের তাজমহলে প্রবেশের অনুমতি নেই।

পর্যটকদের জন্য খুলছে তাজমহল (Photo Credits: ANI)

আগ্রা, ২১ সেপ্টেম্বর: করোনাভাইরাস লকডাউনের জেরে দীর্ঘ ৬ মাস বন্ধ থাকার পর আজ ২১ সেপ্টেম্বর সোমবার থেকে ফের পর্যটকদের জন্য খুলে গেল তাজমহল (Taj Mahal)। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পর্যটকদের ভ্রমণের জন্য কোভিড-১৯ গাইড লাইন অনুযায়ী প্রয়োজনীয় বন্দোবস্ত করে ফেলেছে। এমনিতেই আগ্রাতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৭০৬ জন। ১৭ শতকের তৈরি তাজমহল হল ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। প্রতিদিন সূর্যোদয়ের আধঘণ্টা আগে তাজমহলের দরজা খুলবে। বন্ধ হবে সূর্যাস্তের ঠিক আধঘণ্টা আগে। শুক্রবার কোনও পর্যটকের তাজমহলে প্রবেশের অনুমতি নেই। অন্যদিকে প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আগ্রা ফোর্টে পর্যটক প্রবেশের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। আরও পড়ুন- Ram Vilas Paswan Health Update: বিহারে বিধানসভা ভোটের আগেই ICU-তে কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান

মহামারী করোনাভাইরাসের প্রকোপে সংক্রমণ রুখতে এখানে দেওয়া হল কিছু গাইড লাইন।

  • মধ্যাহ্ন ভোজের আগে ও পরে, এই দুটি স্লটে এখন পর্যটকরা তাজমহল দর্শনে যেতে পারবেন।
  • এক শিফটে তাজমহলের ভিতরে ২ হাজার ৫০০ জন পর্যটকের প্রবেশের অনুমতি রয়েছে।
  • প্রথম শিফটের টিকিট বিক্রি সম্পূর্ণ হওয়ার পরই দ্বিতীয় শিফটের জন্য টিকিট দেওয়া শুরু হবে।
  • প্রত্যেক পর্যটককে অনলাইনে টিকিট বুক করতে হবে। সেখানে উইনডো টিকিট সেলের কোনও বন্দোবস্ত থাকবে না।
  • ভারতীয়দের জন্য তাজমহল দর্শনের টিকিট মূল্য ৫০ টাকা। বিদেশিদের জন্য টিকিটের মূল্য ১১০০ টাকা।
  • মুঘল সম্রাট শাহজাহান ও তাঁর প্রিয়তমা পত্নী মুমতাজের সমাধি দর্শন করতে হলে অতিরিক্ত ২০০ টাকার টিকিট কাটতে হবে।

এই প্রসঙ্গে তাজমহলের কেয়ারটেকার কেদারনাথ গুপ্তা আইএনএস-কে বলেন, “তাজমহলের পূর্ব ও পশ্চিমদিকের প্রবেশদ্বারে স্যানিটাইজেশন, থার্মাল স্ক্রিনিং, সামাজিক দূরত্ব বিধি বজায় রাখার জন্য গোল দাগের ব্যবস্থা থাকছে।” রবিবার পর্যন্ত আগ্রাতে মোট করোনা আক্রান্ত ৪ হাজার ৭৯৬ জন। এর মধ্যে ৩ হাজার ৭২৭ জন সুস্থ হয়ে উঠেছেন। এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ৮৬২। মৃতের সংখ্যা ১১৭।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now