IPL Auction 2025 Live

Taj Mahal Reopens: করোনার কাঁটায় ৬ মাস বন্ধ থাকার পর সোমবার পর্যটকদের জন্য খুলল তাজমহলের দরজা

করোনাভাইরাস লকডাউনের জেরে দীর্ঘ ৬ মাস বন্ধ থাকার পর আজ ২১ সেপ্টেম্বর সোমবার থেকে ফের পর্যটকদের জন্য খুলে গেল তাজমহল (Taj Mahal)। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পর্যটকদের ভ্রমণের জন্য কোভিড-১৯ গাইড লাইন অনুযায়ী প্রয়োজনীয় বন্দোবস্ত করে ফেলেছে। এমনিতেই আগ্রাতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৭০৬ জন। ১৭ শতকের তৈরি তাজমহল হল ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। প্রতিদিন সূর্যোদয়ের আধঘণ্টা আগে তাজমহলের দরজা খুলবে। বন্ধ হবে সূর্যাস্তের ঠিক আধঘণ্টা আগে। শুক্রবার কোনও পর্যটকের তাজমহলে প্রবেশের অনুমতি নেই।

পর্যটকদের জন্য খুলছে তাজমহল (Photo Credits: ANI)

আগ্রা, ২১ সেপ্টেম্বর: করোনাভাইরাস লকডাউনের জেরে দীর্ঘ ৬ মাস বন্ধ থাকার পর আজ ২১ সেপ্টেম্বর সোমবার থেকে ফের পর্যটকদের জন্য খুলে গেল তাজমহল (Taj Mahal)। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পর্যটকদের ভ্রমণের জন্য কোভিড-১৯ গাইড লাইন অনুযায়ী প্রয়োজনীয় বন্দোবস্ত করে ফেলেছে। এমনিতেই আগ্রাতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৭০৬ জন। ১৭ শতকের তৈরি তাজমহল হল ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। প্রতিদিন সূর্যোদয়ের আধঘণ্টা আগে তাজমহলের দরজা খুলবে। বন্ধ হবে সূর্যাস্তের ঠিক আধঘণ্টা আগে। শুক্রবার কোনও পর্যটকের তাজমহলে প্রবেশের অনুমতি নেই। অন্যদিকে প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আগ্রা ফোর্টে পর্যটক প্রবেশের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। আরও পড়ুন- Ram Vilas Paswan Health Update: বিহারে বিধানসভা ভোটের আগেই ICU-তে কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান

মহামারী করোনাভাইরাসের প্রকোপে সংক্রমণ রুখতে এখানে দেওয়া হল কিছু গাইড লাইন।

এই প্রসঙ্গে তাজমহলের কেয়ারটেকার কেদারনাথ গুপ্তা আইএনএস-কে বলেন, “তাজমহলের পূর্ব ও পশ্চিমদিকের প্রবেশদ্বারে স্যানিটাইজেশন, থার্মাল স্ক্রিনিং, সামাজিক দূরত্ব বিধি বজায় রাখার জন্য গোল দাগের ব্যবস্থা থাকছে।” রবিবার পর্যন্ত আগ্রাতে মোট করোনা আক্রান্ত ৪ হাজার ৭৯৬ জন। এর মধ্যে ৩ হাজার ৭২৭ জন সুস্থ হয়ে উঠেছেন। এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ৮৬২। মৃতের সংখ্যা ১১৭।