Aditya L1 New Update: চতুর্থ কক্ষপথ পরিবর্তনের পালা সম্পন্ন আদিত্য এল ১ এর, জানাল ইসরো (দেখুন টুইট)

ইসরোর তরফে জানানো হয়েছে, ১৯ সেপ্টেম্বর পৃথিবীর সবক'টি কক্ষপথ চক্কর কেটে মহাকাশে সূর্যের পথ ধরে নেবে আদিত্য-এল১। যাত্রাপথে প্রচুর ছবি তুলে পাঠাবে ইসরোর গবেষণা কেন্দ্রে।

Aditya L1 New Update Photo Credit: Twitter@isro

সূর্যের পথে আরও এক ধাপ এগিয়ে গেল সৌরযান আদিত্য-এল১। ইসরোর তরফ থেকে জানানো হয়েছে আদিত্য সফল ভাবে তাঁর চতুর্থ কক্ষপথ পরিবর্তনের পালা সম্পন্ন করেছে। পৃথিবীর ২৫৬ কিলোমিটার X ১২১৯৭৩ কিলোমিটার কক্ষপথে চক্কর কাটছে সে এবং নির্দিষ্ট সময় অন্তর কক্ষপথ পরিবর্তনও করছে আদিত্য-এল ১। এই  কক্ষপথ পরিবর্তনের পদ্ধতিকে বলা হয় আর্থ বাউন্ড ম্যানুভার, অর্থাৎ কক্ষপথ বদল কৌশল। এর আগে বিনা বাধায় তিনটি কক্ষপথ বদলের প্রক্রিয়া সুসম্পন্ন হয়েছে। ২ সেপ্টেম্বর উৎক্ষেপণের পর গত ৩ সেপ্টেম্বর, রবিবার সকাল ১১ টা ৩০ মিনিট নাগাদ প্রথমবার কক্ষপথ পরিবর্তন করে আদিত্য এল১। গত ৫ সেপ্টেম্বর, দ্বিতীয়বার কক্ষপথ পরিবর্তন করেছিল ইসরোর সৌরযান আদিত্য। এরপর ১০ সেপ্টেম্বর কক্ষপথ রাত আড়াইটে নাগাদ কক্ষপথ বদল করে।এবার ছিল চতুর্থ কক্ষপথ পরিবর্তনের পালা।বৃহস্পতিবার মাঝরাতে ২টোর সময় (১৫ সেপ্টেম্বর ভোররাত ২.১৫ মিনিটে) আদিত্য তাঁর চতুর্থ কক্ষপথ পরিবর্তন করে ফেলেছে।

ইসরোর তরফে জানানো হয়েছে, ১৯ সেপ্টেম্বর পৃথিবীর সবক'টি কক্ষপথ চক্কর কেটে মহাকাশে সূর্যের পথ ধরে নেবে আদিত্য-এল১। যাত্রাপথে প্রচুর ছবি তুলে পাঠাবে ইসরোর গবেষণা কেন্দ্রে।