Thalapathy Vijay: লোকসভা ভোটের মুখে নিজের রাজনৈতিক দল খুলছেন দক্ষিণের সুপারস্টার বিজয়
লোকসভা ভোটের মুখে নিজের আলাদা রাজনৈতিক দল আনছেন দক্ষিণের সুপারস্টার থালাপতি বিজয়। দক্ষিণ ভারতের সিনেমার তারকাদের নিজেদের দল খোলার রেওয়াজটা বেশ পুরনো।
চেন্নাই, ২৬ জানুয়ারি: লোকসভা ভোটের (Lok Sabha Elections 2024) মুখে নিজের আলাদা রাজনৈতিক দল আনছেন দক্ষিণের সুপারস্টার থালাপতি বিজয় (Thalapathy Vijay)। দক্ষিণ ভারতের সিনেমার তারকাদের নিজেদের দল খোলার রেওয়াজটা বেশ পুরনো। এনটি রামারাও, জয়ললিতা থেকে রজনিকান্ত, কমল হাসান, পবন কল্যাণরা নিজেদের রাজনৈতিক দল খুলে ভোটের ময়দানে নেমেছেন। এবার সেই তালিকায় যোগ হতে চলেছেন বিজয়ও। নিজের সিনেমার জগতের ফ্যান ব্যাসকে ইভিএমে নিয়ে আসতে চান তিনি।
নিজের ফ্যান ক্লাবের সাধারণ সভায় সিদ্ধান্ত হওয়ার পর বিজয় তার রাজনৈতিক দলকে নির্বাচন কমিশনের নিয়ম মেনে নথিভুক্ত করতে চলেছেন। তাঁর দলের নাম হতে চলেছে 'বিজয় মাক্কাল ইয়াক্কাম'। দক্ষিণের এই মহাতারকা নিজেকে দলের সভাপতি হিসেবে ঘোষণা করেছেন। চলতি মাসেই দল খোলার যাবতীয় আনুষ্ঠিকতা পূর্ণ করে সাংবাদিক সম্মেলন করে বিজয় জানাবেন তাঁর লক্ষ্য কী হতে চলেছে। এখন দেখার ডিএমকে নাকি বিজেপি বা এআইএডিএমকে, নাকি একেবার একাই রাজনৈতিক ময়দানে লড়ার সিদ্ধান্ত নেন বিজয়। আরও পড়ুন-ভাঙছে' মহাগাটবন্ধন, জিতান মাঝির ছেলেকে বিহারের উপমুখ্যমন্ত্রী করার প্রস্তাব লালুর
দেখুন খবরটি
তামিলনাড়ু, কেরলে বিজয়ের ভক্ত সংখ্যা অনেক। গত ডিসেম্বরে দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে হওয়া ভয়াবহ বন্যার সময় বিজয় ও তার ফ্যান ক্লাব বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়িয়ে ত্রান দেয়। উদ্ধার কাজও যোগ দিয়েছিলেন তাঁরা। তামিলনাড়ুর স্থানীয় নির্বাচনে বিজয়ের ফ্যান ক্লাবের শীর্ষ পদে থাকা কয়েকজন ভোট দাঁড়িয়ে সফলতা পেয়েছিলেন। শোনা যাচ্ছিল ২০২৬ তামিলনাড়ু বিধানসভায় রাজনৈতিক পথ চলা করবেন বিজয়। কিন্তু পরে ভক্তদের অনুবোধ বিবেচনা করে তিনি সিদ্ধান্ত নেন ২০২৪ লোকসভা নির্বাচনেই লড়বে তার দল। ২০১৮ সালে তামিলনাড়ুর থুথুকুড়িতে পুলিশের গুলিতে নিহত মানুষদের পাশে দাঁড়িয়ে রাজনীতিতে আসার ইঙ্গিত দিয়েছিলেন বিজয়।