Tirupati Laddu: তিরুপতির প্রসাদি লাড্ডু সংগ্রহের ক্ষেত্রে ভক্তদের আধার রেজিস্ট্রেশন, কালবাজারি রুখতে নয়া নিয়ম মন্দির কর্তৃপক্ষের
নয়া এই নিয়মে বলা হয়েছে, এবার থেকে লাড্ডু প্রসাদ বিতরণের ক্ষেত্রে আধার কার্ড রেজিস্ট্রেশন করিয়ে পুণ্যার্থীদের লাড্ডু প্রসাদ দেওয়া হবে।
অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) তিরুপতি মন্দিরের (Tirupati Temple) দর্শন করতে নিত্য লক্ষ লক্ষ পুণ্যার্থি সেখানে ভিড় করেন। ভগবানের দর্শন সেরে লাড্ডু প্রসাদম সংগ্রহ করেন তাঁরা। তবে সেই প্রদাস গ্রহণের জন্যে এবার আধার রেজিস্ট্রেশন চালু করল তিরুপতি মন্দির কর্তৃপক্ষ। নয়া এই নিয়মে বলা হয়েছে, এবার থেকে লাড্ডু প্রসাদ বিতরণের ক্ষেত্রে আধার কার্ড রেজিস্ট্রেশন করিয়ে পুণ্যার্থীদের লাড্ডু প্রসাদ দেওয়া হবে।
তিরুপতি মন্দিরের (Tirupati Temple) নিয়ম অনুযায়ী, প্রসাদ গ্রহণের জন্যে দর্শন টোকেন দেখাতে হয় পুণ্যার্থীদের। তা দেখে প্রসাদ দেওয়া হয় ভক্তদের। তবে এমন অনেক ভক্তই আসেন যাদের কাছে দর্শন টোকেন থাকে না। সেই সমস্ত টোকেনহীন পুণ্যার্থীদের ক্ষেত্রে বাড়ছিল মধ্যস্থতাকারীদের কালোবাজারি। তা থেকে মন্দিরকে রক্ষা করতেই তিরুমালা তিরুপতি দেবস্থানাম ( Tirumala Tirupati Devasthanams) বৃহস্পতিবার লাড্ডু প্রদাস বিতরণের এই নয়া নিয়ম ঘোষণা করেছে।
প্রসাদি লাড্ডু বিতরণে তিরুপতি মন্দিরে আধার রেজিস্ট্রেশন...
টিটিডির (TTD) অতিরিক্ত নির্বাহী কর্মকর্তা সি ভেঙ্কাইয়া চৌধুরী জানাচ্ছেন, লাড্ডু প্রসাদম বিতরণে মধ্যস্থতাকারীদের বারবরন্ত রুখতে এবং একটি স্বচ্ছ প্রক্রিয়া বজায় রাখতে আধার রেজিস্ট্রেশন চালু করা হয়েছে। নয়া নিয়ম অনুযায়ী, দর্শন টোকেন না থাকলে পুণ্যার্থীদের আধার রেজিস্ট্রেশন করিয়ে মন্দিরের লাড্ডু কাউন্টার থেকে প্রসাদি লাড্ডু সংগ্রহ করতে হবে। দর্শন টোকেন থাকলে আধার রেজিস্ট্রেশনের ঝামেলা নেই। টোকেন দেখিয়ে একটি করে প্রসাদের লাড্ডু সংগ্রহ করতে পারবেন ভক্তরা। তার জন্যে কোন মূল্যই দিতে হয় না।