IPL Auction 2025 Live

Woman Electrocuted: নয়া দিল্লি স্টেশনে জমা জল থেকে বাঁচতে বিদ্যুতের খুঁটিতে হাত দিয়ে মহিলার মর্মান্তিক মৃত্যু

দেশের অন্যতম ব্যস্ত নয়া দিল্লি রেলওয়ে স্টেশনে এক মহিলা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন।

Woman Electrocuted. (Photo Credits: IANS/Twitter)

নতুন দিল্লি, ২৫ জুন: দেশের অন্যতম ব্যস্ত নয়া দিল্লি রেলওয়ে স্টেশনে এক মহিলা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন। রবিবার প্রবল বৃষ্টিতে দেশের রাজধানী শহরের বিভিন্ন জায়গার মত জল জমে আছে নয়া দিল্লি স্টেশনেও। জমা জল থেকে বাঁচতে এক ইলেকট্রিক খুঁটি বা পোলে হাত দিতেই বিদ্য়ুতের সংস্পর্শে এসে সাক্ষী আহুজা নামের সেই মহিলা মারা যান। তিনি ভোপালে যাওয়ার জন্য শতাব্দী এক্সপ্রেস ধরতে নয়া দিল্লি রেলস্টেশনে এসেছিলেন।

রবিবার ভোর সাড়ে ৫টা নাগাদ দিল্লির প্রীত বিহারের বাসিন্দা সাক্ষী আহুজা তার বোন ও তিনজন শিশুকে নিয়ে ভোপালে যাওয়ার উদ্দেশ্যে ট্রেন ধরতে নয়া দিল্লি স্টেশনে আসেন। তখন তুমুল বৃষ্টি চলছে। নয়া দিল্লি স্টেশনের বাইরে জমে যায় জল। জল থেকে বাঁচতে তাই তিনি শরীরের ভারসাম্য রাখতে হাত দেন বিদ্যুতের খুঁটিতে। সেই বিদ্য়ুতের খুঁটিতে কিছু তার ঝুলছিল। মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ ও রেল পুলিশ। আরও পড়ুন-ডুবন্ত ভাইকে বাঁচাতে গিয়ে মৃত বোন

দেখুন টুইট

ভারতীয় দণ্ডবিধির ২৮৭ ও ৩০৪ ধারায় কতর্ব্য গাফলতির কারণে মৃত্যুর মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। মৃতের বাবা জানান, তিনি চণ্ডীগড়ে সবে গাড়ি পার্ক করছেন, তখনই তিনি ফোনে খবর পান তাঁর মেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন। এটা প্রশাসনের গাফলতি ছাড়া কিছু নয়।