Haryana: রহস্যের ঘেরাটোপ, রাতের অন্ধকারে একই পরিবারে ৬ জনের মৃত্যু

রিপোর্টে প্রকাশ, রাতে খাওয়াদাওয়ার পর ঘুমোতে গিয়ে পরদিন আর উঠতে দেখা যায়নি ওই পরিবারের কোনও সদস্যকে। পরিবারের সবচেয়ে ছোট মেয়ের জন্মদিন থাকা সত্ত্বেও যখন, কাউকে ঘুম থেকে উঠতে দেখা যায়নি, তখন থেকেই সন্দেহ দানা বাধতে শুরু করে।

Crime Scene. (Photo Credits: Twitter)

দিল্লি, ২৬ অগাস্ট: একই পরিবারের পরপর ৬ জনের মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। হরিয়ানার (Haryana) আম্বালার গ্রামে একই পরিবারে পরপর ৬ জনের মৃত্যু হয়। যে খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে জল্পনা ছড়াতে শুরু করে। একই পরিবারে পরপর ৬ জনের মৃত্যুর খবর পেতেই পুলিশ পৌঁছয় সেখানে। জানা যায়, মৃতদের মধ্যে ২ শিশু রয়েছে। মৃতদেহের পাশ থেকে উদ্ধার করা হয়েছে সুইসাইড নোট (Suicide Note)। যদিও সুইসাইড নোটে মৃত্যুর কারণ হিসেবে কী লেখা রয়েছে, সে বিষয়ে পুলিশ এখনও কিছু জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।

রিপোর্টে প্রকাশ, রাতে খাওয়াদাওয়ার পর ঘুমোতে গিয়ে পরদিন আর উঠতে দেখা যায়নি ওই পরিবারের কোনও সদস্যকে। পরিবারের সবচেয়ে ছোট মেয়ের জন্মদিন থাকা সত্ত্বেও যখন, কাউকে ঘুম থেকে উঠতে দেখা যায়নি, তখন থেকেই সন্দেহ দানা বাধতে শুরু করে।

আরও পড়ুন:  Ananya Chatterjee: প্রয়াত অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়, শোকস্তব্ধ টলিউড

এরপর প্রতিবেশীরা গিয়ে ডাকাডাকি শুরু করলেও কারও সাড়া মেলেনি। পরে পুলিশ গিয়ে পরপর ৬ জনের মৃতদেহ উদ্ধার করে।