Cash Recovered From BJP MLA Residence: বিজেপি বিধায়কের বাড়ি থেকে উদ্ধার ৬ কোটি, দেখুন কীভাবে গোণা হচ্ছে অর্থের পাহাড়
বিজেপি শাসিত কর্ণাটকে শাসক দলের এক বিধায়কের বাড়ি থেকে উদ্ধার হল নগদ ৬ কোটি টাকা
বেঙ্গালুরু, ৩ মার্চ: বিজেপি শাসিত কর্ণাটকে শাসক দলের এক বিধায়কের বাড়ি থেকে উদ্ধার হল নগদ প্রায় ৬ কোটি টাকা। উদ্ধার হওয়া অর্থের এখনও কোনও হিসেব দিতে পারেননি পদ্মশিবিরের বিধায়ক মাদ্দাল ভিরুপক্ষপ্পা। তাঁর ছেলে প্রশান্ত মাদ্দালকে গতকাল, বৃহস্পতিবার রাতে ৪০ লক্ষ টাকা নেওয়ার সময় হাতেনাতে ধরে ফেলে লোকায়ুক্তের দুর্নীতি বিরোধী শাখা। বিরোধীদের অভিযোগ, নগদ উদ্ধার হওয়া বিজেপি বিধায়ক মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের ঘনিষ্ঠ। ঘুষ কাণ্ডে অভিযোগ আসার পর লোকায়ুক্তর বিশেষ অভিযানে বেঙ্গালুরুতে সেই বিজেপি বিধায়কের বাড়ি ও অফিস থেকে একের পর এক নগদ টাকার বান্ডিল উদ্ধার হল। বাড়িতে ৬ কোটি টাকার পাশাপাশি, সেই বিধায়কের অফিস থেকেও অর্থ উদ্ধার হয়েছে বলে খবর।
ঘুষ কাণ্ডে সেই বিজেপি বিধায়কের ছেলেকে নিজেদের জালে নেয় লোকায়ুক্তের বিশেষ দল। এরপরই বিজেপি বিধায়কের বাড়িতে হানা দিয়ে উদ্ধার হয় ৬ কোটি টাকা। কাজের দরপত্র বের করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোট ৪০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগের পরই সেই বিজেপি বিধায়কের বিরুদ্ধে তদন্ত শুরু করে লোকায়ুক্তের বিশেষ দল। আরও পড়ুন-মুম্বইয়ে বাসের সঙ্গে টেম্পোর মুখোমুখি সংঘর্ষ, মৃত ১
দেখুন ভিডিয়ো
এখন প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের পর অবিজেপি শাসিত রাজ্যে যেমন দুর্নীতি কাণ্ডে সক্রিয় ইডি, সিবিআইয়ের মত কেন্দ্রীয় সংস্থাগুলি, এই ঘটনার পর এবার বিজেপি শাসিত কর্ণাটকে নজর দেবে কি ইডি বা সিবিআই। আর ক দিন পরেই কর্ণাটকে বিধানসভা নির্বাচন। তার আগে এভাবে নগদ অর্থ উদ্ধারের ঘটনায় রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে।