Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল মিজোরাম, ৫.৬ মাত্রার কম্পনে দুলে উঠল উত্তরবঙ্গ

মিজোরামে কম্পনের জেরে উত্তরবঙ্গের শিলিগুড়ি, কোচবিহারসহ বেশ কিছু অঞ্চল কেঁপে ওঠে।শুক্রবার দুপুর ৩টে ৪২ নাগাদ কেঁপে ওঠে মিজোরাম।

Earthquake (Photo Credit: Twitter/Representational Image)

কলকাতা,  ২১ জানুয়ারি:  জোরদার কম্পনে কেঁপে উঠল মিজোরাম (Mizoram)। ৫.৬ মাত্রার কম্পনে কেঁপে ওঠে উত্তর-পূর্বের এই রাজ্য। মিজোরামে কম্পনের জেরে উত্তরবঙ্গের (North Bengal) শিলিগুড়ি, কোচবিহারসহ বেশ কিছু অঞ্চল কেঁপে ওঠে।শুক্রবার দুপুর ৩টে ৪২ নাগাদ কেঁপে ওঠে মিজোরাম। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভারত-মায়ানমার সীমান্ত থেকে ৫৮ কিলোমিটার দূরে চম্পাই। তবে কম্পনের জেরে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও হিসেব মেলেনি।

 

আজকের কম্পনে মিজেরামের পাশপাশি অসমও (Assam) কেঁপে ওঠে। অর্থাৎ ভারতের উত্তর-পূর্বের প্রায় সব রাজ্যেই আজ কম্পন অনুভূত হয় বলে খবর।



@endif