Tamil Nadu: করোনার কবলে তামিলনাড়ুর ২৮টি হাতি, রিপোর্ট মিলতেই চাঞ্চল্য
এবার হাতির শরীরে মিলল করোনা৷ তামিলনাড়ুর (Tamil Nadu) নীলগিরি জেলার মুদুমালাই টাইগার রিজার্ভের থেপ্পাকাডু এলিফ্যান্ট ক্যাম্পে এই ঘটনা ঘটেছে৷ এখানকার ২৮টি হাতি কোভিড-১৯ পজিটিভ৷
চেন্নাই, ৯ জুন: এবার হাতির শরীরে মিলল করোনা৷ তামিলনাড়ুর (Tamil Nadu) নীলগিরি জেলার মুদুমালাই টাইগার রিজার্ভের থেপ্পাকাডু এলিফ্যান্ট ক্যাম্পে এই ঘটনা ঘটেছে৷ এখানকার ২৮টি হাতি কোভিড-১৯ পজিটিভ৷ প্রসঙ্গে মঙ্গলবার এক বিবৃতিতে বনদপ্তর জানায়, থেপ্পাকাডু এলিফ্যান্ট ক্যাম্পে করোনা হানা দিয়েছে কিনা তা জানতে বন্দি হাতিদের কোভিড টেস্টের নির্দেশ দিয়েছিলেন তামিলাড়ুর বনমন্ত্রী কে রামাচন্দ্রন৷ চেন্নাইয়ের ভান্ডালোর চিড়িয়াখানার ৮টি এশিয়াটিক সিংহের কোভিড রিপোর্ট পজিটিভ আসার পরেই হাতিদের করোনা টেস্টের প্রসঙ্গ ওঠে৷ এরপর মঙ্গলবার থেপ্পাকাডু ক্যাম্প থেকে হাতিদের নমুনা সংগ্রহ করেন পশু চিকিৎসক রাজেশ কুমার৷ তারপর সেই নমুনা পরীক্ষার জন্য উত্তরপ্রদেশের বরেলির ইজাতনগরের ইন্ডিয়ান ভেটেরিনারি গবেষণাকেন্দ্রে পাঠানো হয়েছে৷ আরও পড়ুন-Mumbai Monsoon: বিপর্যয় কাটিয়ে বৃষ্টিমুখর মুম্বই, (দেখুন ভিডিও)
বলাবাহুল্য, ওই এলিফ্যান্ট ক্যাম্পে হাতিদের যথেষ্ট যত্নেই রাখা হয়৷ এবং হাতিগুলির স্বাস্থ্যও ভাল আছে৷ সেকারণেই হাতিদের দেখবালের দায়িত্বে থাকা ৫২ জন কর্মচারীকে প্রায়োরিটি বেসিসে টিকা দেওয়া হয়েছে৷ হাতিদের খাবারের সময়ের ক্ষেত্রেও অনেক বিধিনিষেধ জারি হয়েছে৷ হাতিদের খাবার দেওয়ার আগে দেখভালের দায়িত্বে থাকা কর্মীদের জ্বর আছে কি না তা চেক করা হয়৷ তারপরই তাঁরা ক্যাম্পে ঢুকতে পারেন৷