বিহারের বেতিয়া থেকে ধৃত দুই কুখ্যাত মাওবাদী

পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্সের যৌথ অভিযানের ফলে বিহারের বেতিয়া থেকে অস্ত্র ও প্রচুর গুলি-সহ গ্রেফতার হল দুই কুখ্যাত মাওবাদী (Maoist)। তাদের মধ্যে একজনের মাথার দাম ৫ লক্ষ টাকা।

Photo Credits: ANI

বেতিয়া: পুলিশ (Police) ও স্পেশাল টাস্ক ফোর্সের (STF) যৌথ অভিযানের (joint operation) ফলে বিহারের (Bihar) বেতিয়া (Bettiah) থেকে অস্ত্র ও প্রচুর গুলি-সহ গ্রেফতার হল দুই কুখ্যাত মাওবাদী (Maoist)। তাদের মধ্যে একজনের মাথার দাম ৫ লক্ষ টাকা।

এপ্রসঙ্গে বিহারের চম্পারণ রেঞ্জের ডিআইজি জয়ন্ত কান্ত বলেন, "পুলিশ ও এসটিএফ যৌথ অভিযান চালিয়ে কুখ্যাত মাওবাদী রাম বাবু ওরফে নিখিল এবং তার বন্ধু ধীরাজকে গ্রেফতার করেছে। রাম বাবুর মাথার দাম ৫ লক্ষ টাকা ঘোষণা করেছিল প্রশাসন। ধৃতদের জেরা করার পর ফের একটি জায়গায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে ২টি একে ৪৭ রাইফেল, ৪৬০ রাউন্ড বুলেট ও সাতটি ম্যাগজিন বাজেয়াপ্ত করা হয়েছে।"