Coonoor Landslide: প্রবল বৃষ্টির জেরে তামিলনাড়ুর জঙ্গলে ভূমিধস, আটক ১০ জনকে উদ্ধার করল প্রশাসন

প্রবল বৃষ্টির জেরে ভূমিধসে আটকে পড়া ১০ জন মানুষকে উদ্ধার করল তামিলনাড়ু বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, প্রবল বৃষ্টির জন্য কুন্নর থেকে ২০ কিলোমিটার দূরে গভীর জঙ্গলের অবস্থিত সেনগাল কম্বাই ট্রাইবাল সেটেলমেন্টে ভূমিধসের সৃষ্টি হয়।

Photo Credits: ANI

কুন্নর: প্রবল বৃষ্টির (Heavy Rain) জেরে ভূমিধসে (Landslide) আটকে পড়া ১০ জন মানুষকে উদ্ধার করল তামিলনাড়ু বিপর্যয় মোকাবিলা বাহিনী (Tamil Nadu Disaster Rescue team)। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, প্রবল বৃষ্টির জন্য কুন্নর (Coonoor) থেকে ২০ কিলোমিটার দূরে গভীর জঙ্গলের অবস্থিত সেনগাল কম্বাই ট্রাইবাল সেটেলমেন্টে (Sengal Combai Tribal Settlement) ভূমিধসের সৃষ্টি হয়। এর ফলে গত বৃহস্পতিবার সেখানে আটকে পড়েছিলেন ১০ জন। খবর পাওয়ার পরে সেখানে গিয়ে শুক্রবার তাঁদের উদ্ধার করেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।

এপ্রসঙ্গে তহশিলদার গনি সুন্দরম বলেন, "কুন্নরের উল্লি কাল পুরসভার (Uli Kal Municipality) অন্তর্গত ট্রাইবাল কমিউনিটি সেটেলমেন্টের অধীনস্ত সেনগাল কম্বাই এলাকায় ৫০ মিটার এলাকাজুড়ে ২০ মিটার গভীর ভূমিধস নামে। গতকালের প্রবল বৃষ্টির জেরে নীলগিরি (Nilgiris) জেলার জঙ্গল এলাকায় ওই ধস নামে। এর ফলে আটকে পড়েন আদিবাসী সম্প্রদায়ের ১০ জন মানুষ। খবর পেয়ে বিপর্যয় মোকাবিলা দল, রাজস্ব বিভাগ ও বন দফতর যৌথভাবে অভিযান চালিয়ে বাঁশ দিয়ে পথ তৈরি করে ওই এলাকায় পৌঁছয় এবং আটক ব্যক্তিদের নিরাপদে উদ্ধার করে।"

প্রসঙ্গত উল্লেখ্য, চেন্নাইয়ে অবস্থিত আঞ্চলিক আবহাওয়া দফতর থেকে রবিবার পর্যন্ত তামিলনাড়ু (Tamil Nadu) ও পুদুচেরিতে (Puducherry) অল্প ও মৃদু বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। আরও পড়ুন: Tiger Death in Madhya Pradesh: জঙ্গলে মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু প্রাপ্তবয়স্ক বাঘের, উঠছে অবৈধভাবে বন্যপ্রাণী শিকারের অভিযোগ

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now